10 kg ভরের একটি বস্তু আনুভূমিক রেখার সাথে $$45^\circ $$ কোণে নিক্ষিপ্ত করা হল। বস্তুটির প্রক্ষেপ গতিপথ $$(20,10)$$ বিন্দু দিয়ে চলে যায়, তবে $$t = {T \over {\sqrt 2 }}$$ সময়ে যেখানে $$T$$ হল প্রক্ষেপ জন্য এর ভরবেগ ভেক্টরে হবে ______________।
[ ধর, $$g = 10\,\mathrm{m/{s^2}}$$ ]
স্বতন্ত্র সংখ্যার বিচারে কোন বিবৃতিগুলো সঠিক?
(A) n স্বতন্ত্র সংখ্যাযুক্ত কোনো অণু n2 পদ্ধতিতে শক্তি সঞ্চয় করতে পারে।
(B) প্রতি স্বতন্ত্র সংখ্যা অনুপ্রতি গড়ে $${1 \over 2}$$RT শক্তিতে যুক্ত।
(C) এক পরমাণুক অণুতে একটি স্বতন্ত্র ঘূর্ণন এবং দ্বিপরমাণুক অণুতে দুরকমের স্বতন্ত্র ঘূর্ণন থাকে।
(D) CH4 অণুতে সর্বমোট 6টি স্বতন্ত্র সংখ্যা থাকে।
সঠিক বিবৃতিগুলো হবে ঃ
(A) পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধির সাথে ইলেকট্রনের বিচলন বেগ হ্রাস পায়।
(B) ইলেকট্রনের বিচলন বেগ পরিবাহীর ব্যবচ্ছেদের সাথে ব্যাস্তানুপাতে সম্পর্কিত।
(C) ইলেকট্রনের বিচলন বেগ প্রদত্ত বিভব পার্থক্যের উপর নির্ভর করে না।
(D) ইলেকট্রনের বিচলন বেগ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে ব্যাস্তানুপাতে সম্পর্কিত।
(E) ইলেকট্রনের বিচলন বেগ পরিবাহীর উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়।
কোন বিবৃতিগুলো সঠিক?
তড়িৎচুম্বকীয় তরঙ্গের সম্পর্কিত কতগুলি বিবৃতি দেওয়া আছে।
(A) একটি তলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ এবং চুম্বকক্ষেত্র পরস্পর থেকে লম্ব হয় এবং তরঙ্গের প্রবাহমুখ তড়িৎক্ষেত্র অথবা চৌম্বকক্ষেত্র বরাবর হয়।
(B) তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি সমানভাবে তড়িৎ এবং চুম্বক ভেক্টর দুটির মধ্যে বিভক্ত।
(C) তড়িৎ এবং চৌম্বকক্ষেত্র পরস্পরের সাথে সমান্তরাল এবং উভয়েই প্রবাহমুখের সাথে উলম্ব।
(D) তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র এবং প্রবাহমুখ প্রত্যেকে একে অপরের সাথে উলম্ব।
(E) তড়িৎক্ষেত্রের বিস্তারের সাথে চৌম্বকক্ষেত্রের বিস্তারের অনুপাত আলোর গতিবেগের সমান হয়।
সঠিক বিবৃতিগুলি/বিবৃতিটি হল ঃ
আলোক তড়িৎ ক্রিয়ার সাথে সম্পর্কিত কতগুলি বিবৃতি দেওয়া আছে।
(A) আলোকতড়িৎ ক্রিয়ায়, আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগের বর্গ, আপতিত আলোর কম্পাঙ্কের সাথে রৈখিক ভাবে পরিবর্তন হয়।
(B) সম্পৃক্ত তড়িতের মান বৃদ্ধি পায় যখন আলোক উৎসটি ধাতব পৃষ্ঠ থেকে দূরে নেওয়া হয়।
(C) আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, আলোক উৎসের সাথে যুক্ত বিদ্যুৎ উৎসটির শক্তি কমানোর জন্য হ্রাস পাবে।
(D) ধাতব পৃষ্ঠ থেকে আলোক ইলেকট্রনের তাৎক্ষণিক নিঃসরণ আলো/em তরঙ্গের কণা প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করা যায় না।
(E) প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্যের অস্তিত্ব, আলো/em তরঙ্গের তরঙ্গ প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করা যায় না।
সঠিক বিবৃতিগুলি হবে ঃ
ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের একটি পরীক্ষায় ইস্পাতের পাঁচটি তার নেওয়া হল। তারগুলির দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4 এবং 5 m কিন্তু প্রতিটির ব্যবচ্ছেদ 2 mm2 । পরিক্ষা লব্ধ রাশি দিয়ে তারের দৈর্ঘ্যের সাপেক্ষে নতি (বিকৃতি / পীড়ন) নিম্নের লেখতে প্রদর্শন করা হল। ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক $$x \times {10^{11}}$$ Nm$$-$$2 হলে $$x$$ এর মান ______________।
দুটি নততল চিত্রের ন্যায় ব্যবস্থায় রাখা আছে। 45$$^\circ$$ নতি কোণের তলটির পাদবিন্দু থেকে একটি বস্তুকে তলরেখা বরাবর একটি গতিতে এমনভাবে নিক্ষেপণ করা হল যাতে বস্তুটি সর্বোচ্চ বিন্দুতে (তল বরাবর) পৌঁছানোর পর 30$$^\circ$$ নতিকোণের অপর তল বরাবর গড়িয়ে পড়ল। এইভাবে A বিন্দু থেকে C বিন্দুতে পৌঁছাতে বস্তুটির $$t(\sqrt 2 + 1)\,s$$ সময় লাগলে t এর মান হবে ______________।
(ধর g = 10 m/s2)