JEE MAIN - Physics Bengali (2022 - 27th July Evening Shift - No. 13)
তড়িৎচুম্বকীয় তরঙ্গের সম্পর্কিত কতগুলি বিবৃতি দেওয়া আছে।
(A) একটি তলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ এবং চুম্বকক্ষেত্র পরস্পর থেকে লম্ব হয় এবং তরঙ্গের প্রবাহমুখ তড়িৎক্ষেত্র অথবা চৌম্বকক্ষেত্র বরাবর হয়।
(B) তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি সমানভাবে তড়িৎ এবং চুম্বক ভেক্টর দুটির মধ্যে বিভক্ত।
(C) তড়িৎ এবং চৌম্বকক্ষেত্র পরস্পরের সাথে সমান্তরাল এবং উভয়েই প্রবাহমুখের সাথে উলম্ব।
(D) তড়িৎক্ষেত্র, চৌম্বকক্ষেত্র এবং প্রবাহমুখ প্রত্যেকে একে অপরের সাথে উলম্ব।
(E) তড়িৎক্ষেত্রের বিস্তারের সাথে চৌম্বকক্ষেত্রের বিস্তারের অনুপাত আলোর গতিবেগের সমান হয়।
সঠিক বিবৃতিগুলি/বিবৃতিটি হল ঃ
শুধুমাত্র (D)
শুধুমাত্র (B) এবং (D)
শুধুমাত্র (B), (C) এবং (E)
শুধুমাত্র (A), (B) এবং (E)
Comments (0)
