JEE MAIN - Physics Bengali (2022 - 27th July Evening Shift - No. 8)

স্বতন্ত্র সংখ্যার বিচারে কোন বিবৃতিগুলো সঠিক?

(A) n স্বতন্ত্র সংখ্যাযুক্ত কোনো অণু n2 পদ্ধতিতে শক্তি সঞ্চয় করতে পারে।

(B) প্রতি স্বতন্ত্র সংখ্যা অনুপ্রতি গড়ে $${1 \over 2}$$RT শক্তিতে যুক্ত।

(C) এক পরমাণুক অণুতে একটি স্বতন্ত্র ঘূর্ণন এবং দ্বিপরমাণুক অণুতে দুরকমের স্বতন্ত্র ঘূর্ণন থাকে।

(D) CH4 অণুতে সর্বমোট 6টি স্বতন্ত্র সংখ্যা থাকে।

সঠিক বিবৃতিগুলো হবে ঃ

(B) এবং (C) শুধুমাত্র
(B) এবং (D) শুধুমাত্র
(A) এবং (B) শুধুমাত্র
(C) এবং (D) শুধুমাত্র

Comments (0)

Advertisement