JEE MAIN - Physics Bengali (2022 - 27th July Evening Shift - No. 15)

আলোক তড়িৎ ক্রিয়ার সাথে সম্পর্কিত কতগুলি বিবৃতি দেওয়া আছে।

(A) আলোকতড়িৎ ক্রিয়ায়, আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগের বর্গ, আপতিত আলোর কম্পাঙ্কের সাথে রৈখিক ভাবে পরিবর্তন হয়।

(B) সম্পৃক্ত তড়িতের মান বৃদ্ধি পায় যখন আলোক উৎসটি ধাতব পৃষ্ঠ থেকে দূরে নেওয়া হয়।

(C) আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, আলোক উৎসের সাথে যুক্ত বিদ্যুৎ উৎসটির শক্তি কমানোর জন্য হ্রাস পাবে।

(D) ধাতব পৃষ্ঠ থেকে আলোক ইলেকট্রনের তাৎক্ষণিক নিঃসরণ আলো/em তরঙ্গের কণা প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করা যায় না।

(E) প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্যের অস্তিত্ব, আলো/em তরঙ্গের তরঙ্গ প্রকৃতি দিয়ে ব্যাখ্যা করা যায় না।

সঠিক বিবৃতিগুলি হবে ঃ

শুধুমাত্র (A) এবং (B)
শুধুমাত্র (A) এবং (E)
শুধুমাত্র (C) এবং (E)
শুধুমাত্র (D) এবং (E)

Comments (0)

Advertisement