JEE MAIN - Physics Bengali (2022 - 27th July Evening Shift - No. 16)
ইয়ং গুণাঙ্ক নির্ণয়ের একটি পরীক্ষায় ইস্পাতের পাঁচটি তার নেওয়া হল। তারগুলির দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4 এবং 5 m কিন্তু প্রতিটির ব্যবচ্ছেদ 2 mm2 । পরিক্ষা লব্ধ রাশি দিয়ে তারের দৈর্ঘ্যের সাপেক্ষে নতি (বিকৃতি / পীড়ন) নিম্নের লেখতে প্রদর্শন করা হল। ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক $$x \times {10^{11}}$$ Nm$$-$$2 হলে $$x$$ এর মান ______________।
Answer
2
Comments (0)
