একটি ইস্পাত এবং তাম্র দণ্ডের তাপপরিবাহিতাঙ্ক যথাক্রমে K1 এবং K2, দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2 এবং প্রস্থচ্ছেদ যথাক্রমে A1 এবং A2 । যাতে করে $${{{K_2}} \over {{K_1}}} = 9,{{{A_1}} \over {{A_2}}} = 2,{{{L_1}} \over {{L_2}}} = 2$$ । চিত্রে দেখানো বিন্যাসে স্থির অবস্থায় ইস্পাত-তামার সংযোগস্থলের তাপমাত্রা T হবে,
নিম্নে কতগুলি বিবৃতি দেওয়া আছে। সঠিক বিবৃতিটি বাছিয়া লও।
যখন কোন কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ করা হয়, প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রে নির্গত বিকিরণের শক্তি 16 গুণ বৃদ্ধি পায়।
যখন কৃষ্ণ বস্তুর উষ্ণতা অর্ধেক করা হয়, বিকিরিত রশ্মির সর্বোচ্চ শক্তি দ্বিগুণ হয়ে যায়।
(A) যখন একটি তরল ও তার পারিপার্শ্বিকের মধ্যে ক্ষুদ্র তাপমাত্রার ব্যবধান দ্বিগুণ হয়, তরলের তাপের ক্ষয়ের হার দ্বিগুণ হয়।
(B) দুটি সমান তলক্ষেত্রের বস্তু P ও Q-এর তাপমাত্রা যথাক্রমে 10$$^\circ$$C ও 20$$^\circ$$C । একটি নির্দিষ্ট সময়ে P ও Q কর্তৃক নিঃসৃত তাপীয় বিকিরণের অনুপাত 1 : 1.15 ।
(C) 100K থেকে 400K তাপমাত্রায় কার্যকারী কোন কার্বো ইঞ্জিনের কর্ম দক্ষতা 75% ।
(D) যখন কোন তরলের বাহ্যক মাধ্যমের তুলনায় ক্ষুদ্র তাপমাত্রার পার্থক্য চারগুণ বৃদ্ধি পায়, তখন তরলটির তাপক্ষয় দ্বিগুণ হয়।
একই তাপমাত্রায় একই আয়তনের দুটি ভিন্ন পাত্রে একই গ্যাস দ্বারা পূর্ণ করা হল।
যদি গ্যাস অণুর সংখ্যার অনুপাত 1 : 4 হয়, তবে
(A) দুটি পাত্রের গ্যাস অণুর গড় বর্গ বেগের বর্গমূল সমান হবে।
(B) দুটি পাত্রে চাপের অনুপাত 1 : 4 হবে।
(C) চাপের অনুপাত 1 : 1 হবে।
(D) দুটি পাত্রের গ্যাস অণুর গড় বর্গ বেগের বর্গমূলের অনুপাত 1 : 4 হবে।
সঠিক বিবৃতিটি হল ঃ