JEE MAIN - Physics Bengali (2022 - 27th July Morning Shift - No. 14)
একটি অণুবীক্ষণ অভিলক্ষ্য প্রাথমিক ভাবে বায়ু মাধ্যমে (প্রতিসরাঙ্ক 1) থেকে একটি তেলের (প্রতিসরাঙ্ক 2) এর মধ্যে ডোবানো হল। বায়ু মাধ্যমে $$\lambda$$ তরঙ্গদৈর্ঘ্যের একই আলোর জন্য তেলের মধ্যে ডোবানো অবস্থায় অণুবীক্ষণ অভিলক্ষ্যটির বিশ্লেষণী ক্ষমতার পরিবর্তন নির্ণয় করো। তবে নীচের কোন বিবৃতি সঠিক,
তেলের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা বায়ুর তুলনায় $${1 \over 4}$$ গুণ হবে।
তেলের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা বায়ুর তুলনায় দ্বিগুণ হবে।
তেলের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা বায়ুর তুলনায় চারগুণ হবে।
তেলের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা বায়ুর তুলনায় $${1 \over 2}$$ অর্ধেক হবে।
Comments (0)
