JEE MAIN - Physics Bengali (2022 - 27th July Morning Shift - No. 9)
একই তাপমাত্রায় একই আয়তনের দুটি ভিন্ন পাত্রে একই গ্যাস দ্বারা পূর্ণ করা হল।
যদি গ্যাস অণুর সংখ্যার অনুপাত 1 : 4 হয়, তবে
(A) দুটি পাত্রের গ্যাস অণুর গড় বর্গ বেগের বর্গমূল সমান হবে।
(B) দুটি পাত্রে চাপের অনুপাত 1 : 4 হবে।
(C) চাপের অনুপাত 1 : 1 হবে।
(D) দুটি পাত্রের গ্যাস অণুর গড় বর্গ বেগের বর্গমূলের অনুপাত 1 : 4 হবে।
সঠিক বিবৃতিটি হল ঃ
শুধুমাত্র A এবং C
শুধুমাত্র B এবং D
শুধুমাত্র A এবং B
শুধুমাত্র C এবং D
Comments (0)
