JEE MAIN - Physics Bengali (2022 - 27th July Morning Shift - No. 18)
ভার্নিয়ার ক্যালিপার প্রধান স্কেলের একটি ঘর 1 mm এবং ভার্নিয়ার স্কেলের 10টি ঘর প্রধান স্কেলের 9টি ঘরের সাথে মিলিত হয়। ভার্নিয়ার ক্যালিপারের বাহু দুটিকে যুক্ত অবস্থায় রাখাকালীন এর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের রেখাটি ডানদিকে প্রধান স্কেলের চতুর্থ দাগের সাথে মিলিত হয়। বাহু দুটি দিয়ে একটি গোলককে দৃঢ় ভাবে ধরলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটি প্রধান স্কেলের 4.1 cm এবং 4.2 cm দাগের মাঝে থাকে এবং ষষ্ঠ ভার্নিয়ার দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলিত হয়। তবে ওই গোলকটির ব্যাস হবে _____________ $$\times$$ 10$$-$$2 cm ।
Answer
412
Comments (0)
