একটি অসীম গুণোত্তর প্রগতির প্রথম পদ হল $$a$$, সাধারণ অনুপাত হল $$r$$, এবং যোগফল হল $$5$$ । ধর ঐ প্রগতিটির প্রথম পাঁচটি পদের যোগফল হল $${{98} \over {25}}$$ । এবার এমন একটি সমান্তর প্রগতি বিবেচনা করো যার প্রথম পদ হল $$10ar,n$$ তম পদ হল $${a_n}$$ এবং সাধারণ অন্তর হল $$10a{r^2}$$ । এই সমান্তর প্রগতিটির যোগফল হল ঃ
Answer
(A)
$$21\,{a_{11}}$$
7
$$y \le 4{x^2},{x^2} \le 9y$$ এবং $$y \le 4$$ দ্বারা পরিবেষ্টিত অঞ্চলের ক্ষেত্রফল হল ঃ
Answer
(D)
$${{80} \over 3}$$
8
ধর $$[t]$$ হল গরিষ্ঠ পূর্ণসংখ্যার অপেক্ষক। তবে $$\int\limits_0^2 {\left( {|2{x^2} - 3x| + \left[ {x - {1 \over 2}} \right]} \right)dx} $$ সমান ঃ
Answer
(B)
$${{19} \over {12}}$$
9
নিম্নে প্রদত্ত ছবিটিতে দেওয়া বক্র $$y = y(x)$$ বিবেচনা করো। ধর $${A_1}$$ অঞ্চলের ক্ষেত্রফল হল $${A_2}$$ অঞ্চলের দ্বিগুণ। তাহলে $$2x - 12y = 15$$ র যে লম্বরেখাটি উপরের বক্রের অভিলম্ব তাহা নীচের কোন বিন্দু দিয়ে যায় না?
Answer
(C)
$$(10, - 4)$$
10
ধর $$ABC$$ ত্রিভুজের $$AB,BC$$ ও $$CA$$ সরলরেখাগুলি হল যথাক্রমে $$2x + y = 0,\,x + py = 39$$ এবং $$x - y = 3$$ । $$ABC$$ ত্রিভুজের পরিকেন্দ্র হল $$P(2,3)$$ । তাহলে নীচের কোনটি সঠিক নয়?
Answer
(D)
$$34 < \mathrm{area}\,(\Delta ABC) < 38$$
11
ধর $${{x + 1} \over 2} = {{y - 3} \over 3} = {{z - 1} \over { - 1}}$$ রেখার ওপর $$P(a,4,2),\,a > 0$$ বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হল $$2\sqrt 6 $$ একক। মনে করো $$Q({\alpha _1},{\alpha _2},{\alpha _3})$$ হল $$L$$ এর সাপেক্ষে $$P$$ বিন্দুর প্রতিবিম্ব। তাহলে $$a + \sum\limits_{i = 1}^3 {{\alpha _i}} $$ সমান ঃ
Answer
(B)
$$8$$
12
ধর ছয়মুখওয়ালা একটি ত্রুটি যুক্ত ছক্কা এরূপ যে $$3 \times P$$ (একটি মৌলিক সংখ্যা) $$ = 6 \times P$$ (একটি যৌগিক সংখ্যা) $$ = 2 \times P(1)$$ । ধর $$X$$ হল সেই সম্ভাবনাশ্রয়ী চলক যাহা গণনা করে মোট বর্গ সংখ্যা পাওয়ার সংখ্যা। যদি ঐ ছক্কাটিকে দুবার ছোড়া হয়, তবে $$X$$ এর গড় মান হল ঃ
$$A$$ হতে $$B$$ তে সংজ্ঞায়িত এমন কতগুলি অপেক্ষক $$f$$ আছে যাদের জন্য $$f(x) \le {(x - 3)^2} + 1,\forall x \in A$$ হয় ?
Answer
1440
14
ঘাত এর উর্ধক্রমে $${(3 + 6x)^n}$$ এর দ্বিপদ বিস্তৃতিতে $$9$$ নম্বর পদটি $$x = {3 \over 2}$$ এ গরিষ্ঠ হইবার জন্য $$n$$ এর সর্বনিম্ন মান হল $${n_0}$$ । যদি $${x^6}$$ এবং $${x^3}$$ এর সহগগুলির অনুপাত $$k$$ হলে $$k + {n_0}$$ এর মান হবে ______________।
Answer
24
15
একটি জলের ট্যাঙ্ক লম্ব শঙ্কু আকৃতি। ঐ শঙ্কুটির শীর্ষবিন্দু নীচের দিকে আছে। উহার শীর্ষকোণের অর্ধেক হল $${\tan ^{ - 1}}{3 \over 4}$$ । ঐ ট্যাঙ্কে ধ্রুবক হারে জল ঢালা হল। ঐ ধ্রুবক হল $$6$$ । যে হারে শঙ্কুটির ভেজা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যখন শঙ্কুটির জলের গভীরতা $$4$$ মিটার হয়, তা হল _____________।
Answer
5
16
$$C:({x^2} + {y^2} - 3) + {({x^2} - {y^2} - 1)^5} = 0$$ বক্রটির জন্য $$3{y^1} - {y^3}{y^{11}}$$ এর $$(\alpha ,\alpha ),\alpha > 0$$ তে মান হল on $$C$$ _____________।
ধর $$f$$ একটি অবকল যোগ্য অপেক্ষক যার জন্য $$f(x) = {2 \over {\sqrt 3 }}\int\limits_0^{\sqrt 3 } {f\left( {{{{\lambda ^2}x} \over 3}} \right)d\lambda ,x > 0} $$ এবং $$f(1) = \sqrt 3 $$ । যদি $$y = f(x)$$ বক্রটি $$(\alpha ,6)$$ বিন্দুগামী হয় তবে $$\alpha $$ এর মান হল ________________।
Answer
12
19
ধর $$\overrightarrow a ,\overrightarrow b $$ ও $$\overrightarrow c $$ হল তিনটি অসমতলীক ভেক্টর, এবং $$\overrightarrow a \times \overrightarrow b = 4\overrightarrow c ,\overrightarrow b \times \overrightarrow c = 9\overrightarrow a $$ ও $$\overrightarrow c \times \overrightarrow a = \alpha \overrightarrow b ,\alpha > 0$$ । যদি $$|\overrightarrow a | + |\overrightarrow b | + |\overrightarrow c | = {1 \over {36}}$$ হয় তবে $$\alpha $$ সমান হবে _______________।