JEE MAIN - Chemistry Bengali (2022 - 27th July Morning Shift)

1

D গ্লুকোজের 250 g জলীয় দ্রবণে কার্বনের ভর শতাংশের পরিমাণ 10.8% । এই দ্রবণের মোলালিটি (নিকটতম দুই দশমিক স্থান পর্যন্ত)

(প্রদত্ত পারমাণবিক ওজন : H, 1; C, 12; O, 16)

Answer
(B)
2.06
2

নীচে দুইটি বিবৃতি দেওয়া হলঃ

বিবৃতি $$\mathrm{I}$$ ঃ $${O_2},C{u^{2 + }},F{e^{3 + }}$$ চৌম্বকক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় এবং চৌম্বকক্ষেত্রে সম-অভিমুখে চুম্বকিত হয়।

বিবৃতি $$\mathrm{II}$$ ঃ $$NaCl,{H_2}O$$ চৌম্বকক্ষেত্রের বিপরীত অভিমুখে মৃদুভাবে চুম্বকিত হয়।

উপরের বিবৃতিগুলির আলোকে নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো।

Answer
(A)
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই সঠিক।
3

নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির একটি দাবি A এবং অপরটি যুক্তি R রূপে চিহ্নিত ঃ

দাবি A ঃ লিথিয়ামের 2s কক্ষকের তুলনায় হাইড্রোজেনের পরমাণুর 2s কক্ষকের শক্তি বেশী।

যুক্তি R ঃ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে একই উপকক্ষ (উপশেল) এর কক্ষকের শক্তি কমিতে থাকে।

উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো।

Answer
(A)
A এবং R উভয়েই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
4

নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির একটি দাবি A এবং অপরটি যুক্তি R রূপে চিহ্নিত ঃ

দাবি A ঃ CH4-এর তুলনায় সক্রিয়কৃত কাঠকয়লা বেশী দক্ষতার সঙ্গে SO2 অধিশোষণ করে।

যুক্তি R ঃ কম সঙ্কট তাপমাত্রা বিশিষ্ট গ্যাসগুলি সক্রিয়কৃত কাঠকয়লা দ্বারা সহজেই অধিশোষিত হয়।

উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নে প্রদত্ত বিকল্পগুলি হইতে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি চিহ্নিত করো।

Answer
(C)
A সত্য কিন্তু R অসত্য।
5

একটি অনুদ্বায়ী দ্রাব্য 'A'-এর 2% জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক অন্য একটি অনুদ্বায়ী দ্রাব্য 'B'-এর 8% জলীয় দ্রবণের স্ফুটনাঙ্কের সমান।

A এবং B এর আণবিক ওজনের মধ্যে সম্পর্কটি হইল ঃ

Answer
(B)
$${M_B} = 4{M_A}$$
6
ভুল বিবৃতিটি হল ঃ
Answer
(D)
পারমাণবিক সংখ্যা 30 সম্পন্ন d-ব্লক মৌল অপেক্ষা Ga-এর প্রথম আয়নায়ন এনথালপি বেশী।
7

নীচে দুইটি বিবৃতি দেওয়া আছে ঃ

বিবৃতি $$\mathrm{I}$$ ঃ আয়রন (III) অম্লীকৃত K2Cr2O7 এবং প্রশম KMnO4 দ্রবণ স্বাধীনভাবে $${I^ - }$$ হইতে $${I_2}$$ জারণে সক্ষম।

বিবৃতি $$\mathrm{II}$$ ঃ ম্যাঙ্গানেট আয়ন পরাচুম্বকীয় প্রকৃতির এবং ইহা $$p\pi - p\pi $$ বন্ধনী যুক্ত।

উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নে প্রদত্ত বিকল্পগুলি হইতে সঠিক উত্তরটি চিহ্নিত করো।

Answer
(B)
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই ভুল।
8
$$M{n_2}{O_7}$$ যৌগে $$Mn = O$$ বন্ধনীর মোট সংখ্যা হইল ---
Answer
(C)
6
9

নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির একটি দাবি A এবং অপরটি যুক্তি R রূপে চিহ্নিত ঃ

দাবি A ঃ [6] অ্যানুলিন, [8] অ্যানুলিন, সিস-[10] অ্যানুলিন এবং ট্রান্স-[10] অ্যানুলিন যথাক্রমে অ্যারোমেটিক, অ-অ্যারোমেটিক, অ্যারোমেটিক এবং অ-অ্যারোমেটিক

JEE Main 2022 (Online) 27th July Morning Shift Chemistry - Basics of Organic Chemistry Question 105 Bengali

যুক্তি R ঃ সমতলীয়তা, অ্যারোমেটিক ও অ-অ্যারোমেটিক তন্ত্র-এর একটি প্রয়োজনীয়তা।

উপরের বিবৃতিগুলির আলোকে নীচের বিকল্পগুলির মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি চিহ্নিত করো।

Answer
(D)
A ভুল কিন্তু R ঠিক।
10

JEE Main 2022 (Online) 27th July Morning Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 65 Bengali

উৎপাদ B-টি হইল

Answer
(A)
JEE Main 2022 (Online) 27th July Morning Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 65 Bengali Option 1
11

আম্লিক অবস্থায় একটি শর্করা 'X' খুব ধীরে নিরুদিত হইয়া ফারফুরাল উৎপন্ন করে ও উহা আবার রেসরসিনলের সঙ্গে বিক্রিয়ায় কিছু সময় পর একটি রঙিন উৎপাদ দেয়।

শর্করা 'X'-টি হইল ঃ

Answer
(A)
অ্যাল্ডোপেন্টোজ
12
ক্যারিয়াস পদ্ধতিতে হ্যালোজেনের পরিমাণ নির্ধারণে 0.45 g পরিমাণ একটি জৈব যৌগ 0.36 g পরিমাণ AgBr দেয়। জৈব যৌগটিতে ব্রোমিনের শতাংশের পরিমাণ নির্ণয় করো। (AgBr-এর মোলর ভর = 188 g mol$$-$$1 , Br : 80)
Answer
(A)
34.04%
13

তালিকা $$\mathrm{I}$$ এর সাথে তালিকা $$\mathrm{II}$$ মেলাও ঃ

তালিকা $$\mathrm{I}$$
তালিকা $$\mathrm{II}$$
(A) বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড (I) প্রাথমিক অ্যামিনের পরিক্ষা
(B) হফম্যান ব্রোমাইড বিক্রিয়া (II) অ্যান্টিসেইটজেফট
(C) কার্বাইল অ্যামিন বিক্রিয়া (III) হিনসবার্গ বিকারক
(D) হফম্যান অভিমুখ স্থাপন (ওরিয়েন্টেশান) (IV) আইসোসাইনেটের পরিচিত বিক্রিয়া

নিম্নে প্রদত্ত বিকল্পগুলি হইতে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ

Answer
(C)
A-III, B-IV, C-I, D-II
14
আম্লিক মাধ্যমে Fe2+ দ্রবণের 10 mL পরিমাণের প্রশমন বিক্রিয়ায় 20 mL পরিমাণ 0.02 M K2Cr2O7 দ্রবণ ব্যবহৃত হয়েছে। Fe2+ দ্রবণের মোলারিটি _______________ $$\times$$ 10$$-$$2 M ।
Answer
24
15

$$2NO + 2{H_2} \to {N_2} + 2{H_2}O$$

উপরের বিক্রিয়াটি 800$$^\circ$$C তাপমাত্রায় করা হল। এই সম্পর্কিত তথ্য নীচের টেবিলে দেওয়া হইল ঃ

পর্যবেক্ষণ সংখ্যা $$H2$$-এর প্রারম্ভিক চাপ $$(kPa)$$ $$NO$$-এর প্রারম্ভিক চাপ $$(kPa)$$ প্রারম্ভিক হার $$\left( {{{ - dp} \over {dt}}} \right)/(kPa/s)$$
1 65.6 40.0 0.135
2 65.6 20.1 0.033
3 38.6 65.6 0.214
4 19.2 65.6 0.106

$$NO$$-এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হইল _______________.

Answer
2
16

নীচের অক্সাইডগুলির মধ্যে প্রকৃতিতে পরাচুম্বকীয় যাহারা, তাহাদের সংখ্যা ঃ

$$N{a_2}O,K{O_2},N{O_2},{N_2}O,Cl{O_2},NO,S{O_2},C{l_2}O$$

Answer
4
17

একটি আদর্শ গ্যাসের স্থির চাপে মোলীয় তাপ ক্ষমতা 20.785 JK$$-$$1 mol$$-$$1 । ইহাতে 300 K তাপমাত্রা হইতে 500 K তাপমাত্রায় উত্তপ্ত করিলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 5000 J । স্থির আয়তনে গ্যাসটির মোল সংখ্যা _____________।

[ নিকটতম পূর্ণসংখ্যা ] ( প্রদত্ত ঃ R = 8.314 J K$$-$$1 mol$$-$$1 )

Answer
2
18

নিম্নে প্রদত্ত নমুনা/আয়নগুলির মধ্যে MO সূত্র অনুসারে অভিন্ন বন্ধন মাত্রা যুক্ত নমুনা/আয়ন এর সংখ্যা _________________।

$$C{N^ - },N{O^ + },{O_2},O_2^ + ,O_2^{2 + }$$

Answer
3
19

310 K তাপমাত্রায় জলে CaF2-এর দ্রাব্যতা 2.34 $$\times$$ 10$$-$$3 g/100 mL । CaF2-এর দ্রাব্যতা গুণফল ________________ $$\times$$ 10$$-$$8 (mol/L)3

[ আণবিকের ভর ঃ CaF2 : 78 g mol$$-$$1 ]

Answer
0
20
$$CoC{l_3}{(N{H_3})_4}$$ সংকেত বিশিষ্ট একটি জটিল যৌগের দ্রবণের পরিবাহিতা, 1 : 1 তড়িৎ বিশ্লেষ্যের সঙ্গে মানানসই। জটিল যৌগটিতে ধাতুটির প্রাথমিক যোজ্যতা _____________।
Answer
3
21
আম্লিক মাধ্যমে KMnO4 এবং অক্সালিক অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় প্রশম বিন্দুতে কার্বনের জারণ সংখ্যার পরিবর্তন _____________।
Answer
1
22
প্রতিবিম্বরূপের একটি মিশ্রণের আলোক সক্রিয়তা +12.6$$^\circ$$ (+) আইসোমারটির আপেক্ষিক ঘূর্ণন +30$$^\circ$$ । মিশ্রণের অপটিকাল শুদ্ধতা হইল ______________।
Answer
42
23

নীচের বিক্রিয়ায়

JEE Main 2022 (Online) 27th July Morning Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 66 Bengali

প্রথম বিক্রিয়ায় শতাংশ উৎপাদ 60% এবং দ্বিতীয় বিক্রিয়ার শতাংশ উৎপাদ 50% । সম্পূর্ণ বিক্রিয়ার সর্বোপরি শতাংশ উৎপাদ ____________%. [ নিকটতম পূর্ণসংখ্যা ]

Answer
30