উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নে প্রদত্ত বিকল্পগুলি হইতে সঠিক উত্তরটি চিহ্নিত করো।
Answer
(B)
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই ভুল।
8
$$M{n_2}{O_7}$$ যৌগে $$Mn = O$$ বন্ধনীর মোট সংখ্যা হইল ---
Answer
(C)
6
9
নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির একটি দাবি A এবং অপরটি যুক্তি R রূপে চিহ্নিত ঃ
দাবি A ঃ [6] অ্যানুলিন, [8] অ্যানুলিন, সিস-[10] অ্যানুলিন এবং ট্রান্স-[10] অ্যানুলিন যথাক্রমে অ্যারোমেটিক, অ-অ্যারোমেটিক, অ্যারোমেটিক এবং অ-অ্যারোমেটিক
যুক্তি R ঃ সমতলীয়তা, অ্যারোমেটিক ও অ-অ্যারোমেটিক তন্ত্র-এর একটি প্রয়োজনীয়তা।
উপরের বিবৃতিগুলির আলোকে নীচের বিকল্পগুলির মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি চিহ্নিত করো।
Answer
(D)
A ভুল কিন্তু R ঠিক।
10
উৎপাদ B-টি হইল
Answer
(A)
11
আম্লিক অবস্থায় একটি শর্করা 'X' খুব ধীরে নিরুদিত হইয়া ফারফুরাল উৎপন্ন করে ও উহা আবার রেসরসিনলের সঙ্গে বিক্রিয়ায় কিছু সময় পর একটি রঙিন উৎপাদ দেয়।
শর্করা 'X'-টি হইল ঃ
Answer
(A)
অ্যাল্ডোপেন্টোজ
12
ক্যারিয়াস পদ্ধতিতে হ্যালোজেনের পরিমাণ নির্ধারণে 0.45 g পরিমাণ একটি জৈব যৌগ 0.36 g পরিমাণ AgBr দেয়। জৈব যৌগটিতে ব্রোমিনের শতাংশের পরিমাণ নির্ণয় করো। (AgBr-এর মোলর ভর = 188 g mol$$-$$1 , Br : 80)
Answer
(A)
34.04%
13
তালিকা $$\mathrm{I}$$ এর সাথে তালিকা $$\mathrm{II}$$ মেলাও ঃ
তালিকা $$\mathrm{I}$$
তালিকা $$\mathrm{II}$$
(A)
বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড
(I)
প্রাথমিক অ্যামিনের পরিক্ষা
(B)
হফম্যান ব্রোমাইড বিক্রিয়া
(II)
অ্যান্টিসেইটজেফট
(C)
কার্বাইল অ্যামিন বিক্রিয়া
(III)
হিনসবার্গ বিকারক
(D)
হফম্যান অভিমুখ স্থাপন (ওরিয়েন্টেশান)
(IV)
আইসোসাইনেটের পরিচিত বিক্রিয়া
নিম্নে প্রদত্ত বিকল্পগুলি হইতে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ
Answer
(C)
A-III, B-IV, C-I, D-II
14
আম্লিক মাধ্যমে Fe2+ দ্রবণের 10 mL পরিমাণের প্রশমন বিক্রিয়ায় 20 mL পরিমাণ 0.02 M K2Cr2O7 দ্রবণ ব্যবহৃত হয়েছে। Fe2+ দ্রবণের মোলারিটি _______________ $$\times$$ 10$$-$$2 M ।
Answer
24
15
$$2NO + 2{H_2} \to {N_2} + 2{H_2}O$$
উপরের বিক্রিয়াটি 800$$^\circ$$C তাপমাত্রায় করা হল। এই সম্পর্কিত তথ্য নীচের টেবিলে দেওয়া হইল ঃ
পর্যবেক্ষণ সংখ্যা
$$H2$$-এর প্রারম্ভিক চাপ $$(kPa)$$
$$NO$$-এর প্রারম্ভিক চাপ $$(kPa)$$
প্রারম্ভিক হার $$\left( {{{ - dp} \over {dt}}} \right)/(kPa/s)$$
একটি আদর্শ গ্যাসের স্থির চাপে মোলীয় তাপ ক্ষমতা 20.785 JK$$-$$1 mol$$-$$1 । ইহাতে 300 K তাপমাত্রা হইতে 500 K তাপমাত্রায় উত্তপ্ত করিলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 5000 J । স্থির আয়তনে গ্যাসটির মোল সংখ্যা _____________।
নিম্নে প্রদত্ত নমুনা/আয়নগুলির মধ্যে MO সূত্র অনুসারে অভিন্ন বন্ধন মাত্রা যুক্ত নমুনা/আয়ন এর সংখ্যা _________________।
$$C{N^ - },N{O^ + },{O_2},O_2^ + ,O_2^{2 + }$$
Answer
3
19
310 K তাপমাত্রায় জলে CaF2-এর দ্রাব্যতা 2.34 $$\times$$ 10$$-$$3 g/100 mL । CaF2-এর দ্রাব্যতা গুণফল ________________ $$\times$$ 10$$-$$8 (mol/L)3 ।
[ আণবিকের ভর ঃ CaF2 : 78 g mol$$-$$1 ]
Answer
0
20
$$CoC{l_3}{(N{H_3})_4}$$ সংকেত বিশিষ্ট একটি জটিল যৌগের দ্রবণের পরিবাহিতা, 1 : 1 তড়িৎ বিশ্লেষ্যের সঙ্গে মানানসই। জটিল যৌগটিতে ধাতুটির প্রাথমিক যোজ্যতা _____________।
Answer
3
21
আম্লিক মাধ্যমে KMnO4 এবং অক্সালিক অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় প্রশম বিন্দুতে কার্বনের জারণ সংখ্যার পরিবর্তন _____________।