JEE MAIN - Chemistry Bengali (2022 - 27th July Morning Shift - No. 3)
নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির একটি দাবি A এবং অপরটি যুক্তি R রূপে চিহ্নিত ঃ
দাবি A ঃ লিথিয়ামের 2s কক্ষকের তুলনায় হাইড্রোজেনের পরমাণুর 2s কক্ষকের শক্তি বেশী।
যুক্তি R ঃ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে একই উপকক্ষ (উপশেল) এর কক্ষকের শক্তি কমিতে থাকে।
উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো।
A এবং R উভয়েই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
A এবং R উভয়েই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা নহে।
A সত্য কিন্তু R অসত্য।
A অসত্য কিন্তু R সত্য।
Comments (0)
