JEE MAIN - Chemistry Bengali (2022 - 27th July Morning Shift - No. 2)

নীচে দুইটি বিবৃতি দেওয়া হলঃ

বিবৃতি $$\mathrm{I}$$ ঃ $${O_2},C{u^{2 + }},F{e^{3 + }}$$ চৌম্বকক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় এবং চৌম্বকক্ষেত্রে সম-অভিমুখে চুম্বকিত হয়।

বিবৃতি $$\mathrm{II}$$ ঃ $$NaCl,{H_2}O$$ চৌম্বকক্ষেত্রের বিপরীত অভিমুখে মৃদুভাবে চুম্বকিত হয়।

উপরের বিবৃতিগুলির আলোকে নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো।

বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই সঠিক।
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই ভুল।
বিবৃতি $$\mathrm{I}$$ ঠিক কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ ভুল।
বিবৃতি $$\mathrm{I}$$ ভুল কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ ঠিক।

Comments (0)

Advertisement