JEE MAIN - Chemistry Bengali (2022 - 27th July Morning Shift - No. 6)

ভুল বিবৃতিটি হল ঃ
K-এর প্রথম আয়নায়ন তাপ (এনথালপি) Na এবং Li-এর উহা হইতে কম।
Xe-এর প্রথম আয়নায়ন এনথালপি উহার শ্রেণীতে সর্বাপেক্ষা কম নয়।
পারমাণবিক সংখ্যা 37 সম্পন্ন মৌলের প্রথম আয়নায়ন এনথালপি পারমাণবিক সংখ্যা 38 সম্পন্ন মৌলের উহা হইতে কম।
পারমাণবিক সংখ্যা 30 সম্পন্ন d-ব্লক মৌল অপেক্ষা Ga-এর প্রথম আয়নায়ন এনথালপি বেশী।

Comments (0)

Advertisement