JEE MAIN - Chemistry Bengali (2022 - 24th June Morning Shift)

1
একটি জ্বালানী $$\left( {{C_{15}}{H_{30}}} \right)$$ এবং তরল অক্সিজেনের সাহায্যে একটি রকেট চলে। প্রতি লিটার জ্বালানীর জন্য প্রয়োজনীয় অক্সিজেনের ওজন এবং নিঃসৃত $$C{O_2}$$ এর ওজন যথাক্রমে ---
Answer
(C)
2592 g and 2376 g
2
নিম্নলিখিত ইলেকট্রন জোড়গুলি বিবেচনা কর

$$\eqalign{ & \left( A \right)\,\,\,\,\,\,\left( a \right)\,\,\,\,\,\,n = 3,\,l = 1,\,{m_1} = 1,\,{m_s} = + {1 \over 2} \cr & \,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\left( b \right)\,\,\,\,\,\,n = 3,\,l = 2,\,{m_1} = 1,\,{m_s} = + {1 \over 2} \cr & \left( B \right)\,\,\,\,\,\,\,\left( a \right)\,\,\,\,\,\,n = 3,\,l = 2,\,{m_1} = - 2,\,{m_s} = - {1 \over 2} \cr & \,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\left( b \right)\,\,\,\,\,\,n = 3,\,l = 2,\,{m_1} = - 1,\,{m_s} = - {1 \over 2} \cr & \left( C \right)\,\,\,\,\,\,\,\left( a \right)\,\,\,\,\,\,n = 4,\,l = 2,\,{m_1} = 2,\,{m_s} = + {1 \over 2} \cr & \,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\,\left( b \right)\,\,\,\,\,\,n = 3,\,l = 2,\,{m_1} = 2,\,{m_s} = + {1 \over 2} \cr} $$

সমশক্তির কক্ষকে অবস্থানরত ইলেকট্রন জোড় (গুলি) হল
Answer
(B)
কেবলমাত্র (B)
3
তালিকা I এর সহিত তালিকা II মেলাও

তালিকা I তালিকা II
(A) $${\left[ {PtC{l_4}} \right]^{2 - }}$$ (I) $$s{p^3}d$$
(B) $$Br{F_5}$$
(II) $${d^2}s{p^3}$$
(C) $$PC{l_5}$$ (III) $$ds{p^2}$$
(D) $${\left[ {Co{{\left( {N{H_3}} \right)}_6}} \right]^{3 + }}$$ (IV) $$s{p^3}{d^2}$$
Answer
(B)
$$\left( A \right) - \left( {III} \right),\,\left( B \right) - \left( {IV} \right),\,\left( C \right) - \left( I \right),\,\left( D \right) - \left( {II} \right)$$
4
$$A\left( g \right)⇌B\left( g \right) + {1 \over 2}\,C\left( g \right)$$

এই বিক্রিয়ায় সাম্যবস্থায় বিয়োজন ধ্রুবক (K), বিয়োজন মাত্রা $$\left( \alpha \right)$$ এবং সাম্যবস্থা চাপ (p) এর মধ্যে সম্পর্কটি
Answer
(B)
$$K = {{{\alpha ^{{3 \over 2}}}\,{p^{{1 \over 2}}}} \over {{{\left( {2 + \alpha } \right)}^{{1 \over 2}}}\,\left( {1 - \alpha } \right)}}$$
5
নিম্নে প্রদত্ত অক্সাইডগুলি

     $$N{a_2}O,\,A{s_2}{O_3},\,{N_2}O,\,NO\,and\,C{l_2}{O_7}$$

ইহাদের মধ্যে উভধর্মী অক্সাইডের সংখ্যা
Answer
(B)
1
6
নাইট্রোজেনের সর্বাপেক্ষা সুস্থিত ট্রাইহ্যালাইডটি হল
Answer
(A)
$$N{F_3}$$
7
নিচের বিক্রিয়া ক্রমে

JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 62 Bengali
প্রধান উৎপাদ C হইল
Answer
(B)
JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 62 Bengali Option 2
8
বিবৃতি I ঃ       বিজোড় সংখ্যায় কার্বন পরমাণু বর্তমান কোনো মোনোকার্বক্সিলিক অ্যাসিডের অব্যবহিত নিচে এবং উপরে অবস্থিত জোড় সংখ্যায় কার্বন পরমাণু বর্তমান কোনো মনোকার্বক্সিলিক অ্যাসিডের গলনাঙ্ক বেশী হয়।

বিবৃতি II ঃ     আণবিক ভর বাড়ার সঙ্গে জলে মোনোকার্বক্সিলিক অ্যাসিডের দ্রাব্যতা কমে।

সঠিক বিকল্পটি চিহ্নিত কর
Answer
(A)
বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই ঠিক।
9
নিচের কোনটি যুগ্ম (কনজুগেটেড) ডাইকিটোনের একটি উদাহরণ
Answer
(C)
JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Basics of Organic Chemistry Question 115 Bengali Option 3
10

JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 88 Bengali



উপরের বিক্রিয়ার প্রধান উৎপাদটি হল
Answer
(D)
JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 88 Bengali Option 4
11
393 K তাপমাত্রায় 2-3 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগে লঘু $${H_2}S{O_4}$$ দ্রব সহিত ফুটাইলে একটি পলিস্যাকারাইড 'X' যৌগ 'Y' দেয়। ব্রোমিন জলের সঙ্গে 'Y' - এর বিক্রিয়ায় গ্লূকোমিক অ্যাসিড পাওয়া যায়। ব্রোমিন 'X' এ কেবলমাত্র $$\beta $$-গ্লাইকোসাইডিক বন্ধন বর্তমান। যৌগ 'X' হইল -
Answer
(B)
সেলুলোজ
12
শনাক্তিক বিশ্লেষণের সময় নমুনার $$\left( {{y^{2 + }}} \right)$$ ক্ষারকীয় দ্রবনে একটি বিকারক (X) যোগে উজ্জ্বল লাল রঙের অধঃক্ষেপ পড়ে। বিকারকটি (X) এবং উপস্থিত ক্যাটায়ন $$\left( {{y^{2 + }}} \right)$$ হতে পারে যথাক্রমে ---
Answer
(A)
ডাইমিথাইল গ্লাইঅক্সিম এবং $$N{i^{2 + }}$$
13
$$2{O_3}\,(g)$$⇌$$3{O_2}\,\left( g \right)$$

300 K তাপমাত্রায় ওজোন পঞ্চাশ শতাংশ বিয়োজিত। এই তাপমাত্রা ও 1 atm চাপে প্রমাণ মুক্ত শক্তি হইল $$\left( - \right)$$ ________ $$J\,mo{l^{ - 1}}$$ (নিকটতম পূর্ণসংখ্যা)

(প্রদত্ত : In 1.35=0.3 এবং $$R = 8.3\,J\,{K^{ - 1}}\,mo{l^{ - 1}}$$)
Answer
747
14
300 K তাপমাত্রায় রক্তের অভিস্রবন চাপ 7.47 bar । রুগীর শিরার মধ্যে সূচিপ্রয়োগে গ্লূকোজ ঢুকাইতে হইলে ইহাকে রক্তের সঙ্গে আইসোটোনিক হইতে হইবে। $$g{L^{ - 1}}$$ এককে গ্লূকোজের গাঢ়ত্ব _______।

(প্রদত্ত : গ্লূকোজের মোলীও ভর $$ = 180\,g\,mo{l^{ - 1}}\,R = 0.083\,L\,bar\,{K^{ - 1}}\,mo{l^{ - 1}}$$) (নিকটতম পূর্ণসংখ্যা)
Answer
54
15
$$Pt\left| {{H_2}\left( g \right)} \right|{H^ + }\left. {\left( {aq} \right)} \right\|\,C{u^{2 + }}\left( {0.01\,M} \right)\left| {Cu\left( s \right)} \right.$$ এই কোষের 298 K তাপমাত্রায় কোষ বিভব 0.576 V । আম্লিক দ্রবণটি _______ pH । (নিকটতম পূর্ণসংখ্যা)

(প্রদত্ত : $$E_{C{u^{2 + }}/Cu}^ \circ = 0.34V$$ এবং $${{2.303\,RT} \over F} = 0.06\,V$$ )
Answer
5
16
700 - 1000 K বিভিন্ন তাপমাত্রায় অ্যাসিটালডিহাইডের বিয়োজনের গতি ধ্রুবক মাপা হয়েছে। $${{{{10}^3}} \over T}$$ এর সাপেক্ষে ln
k এর লেখচিত্র এঁকে এই পাঠগুলি বিশ্লেষণ করা হয়েছে

JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Chemical Kinetics and Nuclear Chemistry Question 69 Bengali

Answer
154
17
ক্রোমেট ও ডাইক্রোমেট লবণে ক্রোমিয়াম এর জারণ দশার অন্তর _________ ।
Answer
0
18
কোবাল্ট কার্বনিল জটিল যৌগ $$\left[ {C{o_2}{{\left( {CO} \right)}_8}} \right]$$ তে Co-Co বন্ধনীর সংখ্যা "X" এবং প্রান্তিক CO লিগাণ্ডের সংখ্যা "Y"। X + Y = _________ .
Answer
7
19
একটি জৈব যৌগের 0.166 g নমুনা গাঢ় $${H_2}S{O_4}$$ এর সহিত এবং তারপর NaOH এর সহিত পাতিত করা হল। উদ্ভুত অ্যামোনিয়া গ্যাস 50.0 mL 0.5 N $${H_2}S{O_4}$$ দ্রবণের মধ্যে দিয়ে চালনা করা হল। অব্যবহৃত অ্যাসিডের সম্পূর্ণ প্রশমনের জন্য 30.0 mL পরিমাণ 0.25 N NaOH দ্রবনের প্রয়োজন।

জৈব যৌগটিতে নাইট্রোজেনের ভর শতাংশ ________ ।
Answer
63
20
প্রদত্ত যৌগে ইলেকট্রন আসক্তি (ইলেকট্রোফিলিক) কেন্দ্রের সংখ্যা __________ ।

JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Basics of Organic Chemistry Question 116 Bengali

Answer
3
21
প্রদত্ত বিক্রিয়ার প্রদান উৎপাদে $$s{p^2}$$ সংকরায়িত কার্বনের সংখ্যা ________ ।

JEE Main 2022 (Online) 24th June Morning Shift Chemistry - Hydrocarbons Question 59 Bengali
Answer
2