JEE MAIN - Chemistry Bengali (2022 - 24th June Morning Shift - No. 19)

একটি জৈব যৌগের 0.166 g নমুনা গাঢ় $${H_2}S{O_4}$$ এর সহিত এবং তারপর NaOH এর সহিত পাতিত করা হল। উদ্ভুত অ্যামোনিয়া গ্যাস 50.0 mL 0.5 N $${H_2}S{O_4}$$ দ্রবণের মধ্যে দিয়ে চালনা করা হল। অব্যবহৃত অ্যাসিডের সম্পূর্ণ প্রশমনের জন্য 30.0 mL পরিমাণ 0.25 N NaOH দ্রবনের প্রয়োজন।

জৈব যৌগটিতে নাইট্রোজেনের ভর শতাংশ ________ ।
Answer
63

Comments (0)

Advertisement