JEE MAIN - Chemistry Bengali (2022 - 24th June Morning Shift - No. 8)

বিবৃতি I ঃ       বিজোড় সংখ্যায় কার্বন পরমাণু বর্তমান কোনো মোনোকার্বক্সিলিক অ্যাসিডের অব্যবহিত নিচে এবং উপরে অবস্থিত জোড় সংখ্যায় কার্বন পরমাণু বর্তমান কোনো মনোকার্বক্সিলিক অ্যাসিডের গলনাঙ্ক বেশী হয়।

বিবৃতি II ঃ     আণবিক ভর বাড়ার সঙ্গে জলে মোনোকার্বক্সিলিক অ্যাসিডের দ্রাব্যতা কমে।

সঠিক বিকল্পটি চিহ্নিত কর
বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই ঠিক।
বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই ভুল।
বিবৃতি I ঠিক কিন্তু বিবৃতি II ভুল।
বিবৃতি I ভুল কিন্তু বিবৃতি II ঠিক।

Comments (0)

Advertisement