JEE MAIN - Physics Bengali (2022 - 29th July Evening Shift)
1
দুটি অভিন্ন ধাতব গোলক $$A$$ এবং $$B$$ কে বায়ুর মধ্যে কিছুটা দূরত্বে রাখা হলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল হয় $$F$$ । যদি তৃতীয় একটি অভিন্ন গোলক $$C$$ কে প্রথমে $$A$$ গোলকের সঙ্গে স্পর্শ করে রাখা হয় ও অতঃপর $$B$$ গোলকের সঙ্গে স্পর্শ করে রাখা হয় ও অন্তিমে দুটির ঠিক মধ্যবর্তী অবস্থানে রাখা হল। তবে $$C$$ গোলকের উপর প্রযুক্ত বলের মান হবে,
Answer
(B)
$$3F/4$$
2
তালিকা $$\mathrm{I}$$ এবং তালিকা $$\mathrm{II}$$ এর তুলনা করো,
তালিকা $$\mathrm{I}$$
তালিকা $$\mathrm{II}$$
A.
টর্ক
I.
Nms$$^{-1}$$
B.
পীড়ন
II.
J kg$$^{-1}$$
C.
লীন তাপ
III.
Nm
D.
ক্ষমতা
IV.
Nm$$^{-2}$$
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিকটি নির্বাচিত করো
Answer
(B)
$$\mathrm{A-III, B-IV, C-II, D-I}$$
3
দুটি অভিন্ন পাতলা ধাতব পাতে যথাক্রমে $${q_1}$$ এবং $${q_2}$$ আধান আছে যেখানে $${q_1} > {q_2}$$ । এবার পাতদ্বয়কে কাছাকাছি এনে $$C$$ ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারকে পরিণত করা হল। পাতদুটির বিভব প্রভেদের মান,
Answer
(C)
$${{({q_1} - {q_2})} \over {2C}}$$
4
নীচের বিবৃতি দুটির একটি উক্তি - A এবং অপরটি কারন - R ।
উক্তি A ঃ কনস্টানট্যান, মাগনন এরূপ আয়লয়ের সাহায্যে রোধ কুণ্ডলী তৈরি করা হয়।
কারণ B ঃ কনস্টানট্যান এবং ম্যাগননের রোধের উষ্ণতা গুণাঙ্ক খুব কম।
উপরোক্ত আলোচনা সাপেক্ষে নিম্নোক্ত কোন বিকল্পটি সঠিক ?
Answer
(A)
A এবং R দুই ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
5
একটি 1 m লম্বা তারকে ভেঙ্গে ভিন্ন দৈর্ঘ্যর দুটি খণ্ড $$X$$ এবং $$Y$$ করা হল। এবার $$X$$ অংশটি টেনে দ্বিগুণ লম্বা করে $$W$$ তার হল এবং এই $$W$$ তারটির রোধ $$Y$$-এর রোধের দ্বিগুণ। $$X$$ এবং $$Y$$ এর দৈর্ঘ্যের অনুপাত,
Answer
(B)
$$1:2$$
6
50 cm দৈর্ঘ্যর ও 2 A প্রবাহ যুক্ত একটি তার X কে 5 m লম্বা ও 3 A প্রবাহ যুক্ত তার একটি তারের সমান্তরালে রাখা হল। যদি তারদ্বয়ের পারস্পরিক দূরত্ব 5 cm হয় এবং তড়িৎপ্রবাহের অভিমুখ একই হয় তবে Y তারের উপর প্রযুক্ত বল হবে,
Answer
(A)
1.2 $$\times$$ 10$$-$$5 N X তার অভিমুখে।
7
একজন জাগলার বলগুলো উপরের দিকে ছুঁড়ছে। যখন প্রথম বলটি সর্বোচ্চ উচ্চতায় ওঠে তখন সে দ্বিতীয় বলটি ছোঁড়ে। যদি জাগলারটি প্রতি সেকেন্ডে n সংখ্যক বল ছুঁড়তে পারে তবে যে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত বলগুলি পৌঁছায় তার মান,
Answer
(D)
g/2n2
8
একটি বিশুদ্ধ রোধক বর্তনী উপাদান X কে একটি a.c. উৎসের সাথে যুক্ত করলে শীর্ষ বিভব 100V এবং শীর্ষ প্রবাহ 5A যা কিনা ভোল্টেজের সাথে একই দশা বিশিষ্ট হয়। যদি ওই উৎসের সাথে একটি দ্বিতীয় বর্তনী উপাদান Y যুক্ত করা হয় তবে শীর্ষ প্রবাহের মান একই থাকে কিন্তু ভোল্টেজের দশার তুলনায় $${\pi \over 2}$$ পিছিয়ে থাকে। এবার X এবং Y শ্রেণী সমবায়ে যুক্ত করে ওই উৎসের সাথে সংযুক্ত করলে প্রবাহে rms মান অ্যাম্পিয়ারে হবে,
Answer
(D)
$${5 \over 2}$$
9
$$2\mathrm{I}_0$$ তীব্রতা সম্পন্ন একটি অসমবর্তিত আলোকরশ্মি প্রথমে পোলারয়েড P ও পরে আরেকটি পোলারয়েড Q-এর মধ্যে দিয়ে গেল যেখানে Q-এর সঞ্চালন অক্ষ P-এর সঞ্চালন অক্ষের সাপেক্ষে $$30^\circ$$ কোণ করে। নির্গত রশ্মির তীব্রতা হবে,
Answer
(C)
$${{3{I_0}} \over 4}$$
10
একটি $$\alpha$$-কণা এবং একটি প্রোটন একই বিভব প্রভেদের দ্বারা স্থিরাবস্থা থেকে ত্বরান্বিত হল। ওদের রৈখিক ভরবেগের অনুপাত হবে,
Answer
(B)
$$2\sqrt 2 :1$$
11
একটি 1 kg ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের তিনগুণ উচ্চতায় নিয়ে গেলে তার স্থিতি শক্তির বৃদ্ধি,
[ যখন g = 10 ms$$-$$2 এবং পৃথিবীর ব্যাসার্ধ = 6400 km ]
Answer
(A)
48 MJ
12
একটি বলকে h উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হল। যদি t1 এবং t2 যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অর্ধেক দূরত্ব অতিক্রম করার সময় হয়, তবে নীচের কোন বিকল্পটি সঠিক?
Answer
(D)
$${t_2} = (\sqrt 2 - 1){t_1}$$
13
চিত্রানুসারে দুটি ভর $${m_1} = 5$$ kg এবং $${m_2} = 3$$ kg কে একটি হালকা তার দিয়ে যুক্ত করে একটি মসৃণ নততলের উপর রাখা একটি হালকা মসৃণ পুলির উপর দিয়ে নিয়ে যাওয়া হল। তন্ত্রটি স্থির অবস্থায় আছে। নততলটি $${m_1}$$ ভরের উপর যে বল প্রয়োগ করে তার মান [Take $$g = 10$$ ms$$-$$2]
Answer
(B)
40 N
14
যদি একটি বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি পায় তবে গতিশক্তির বৃদ্ধির পরিমাণ শতাংশে হবে,
Answer
(C)
44%
15
একটি বল $$5\widehat i + 3\widehat j - 7\widehat k$$ মূল বিন্দুর সাপেক্ষে $$\tau $$ টর্কে উৎপন্ন করে। যখন বলটির একটি কণা জার অবস্থান ভেক্টর $$2\widehat i + 2\widehat j + \widehat k$$, তার উপর ক্রিয়া করে তখন $$\tau$$ এর মান দাঁড়াবে,
Answer
(C)
$$ - 17\widehat i + 19\widehat j - 4\widehat k$$
16
চিত্রানুসারে একটি তাপগতীয় তন্ত্র তার প্রাথমিক অবস্থা D থেকে রৈখিক প্রক্রিয়ার মধ্যবর্তী অবাথা E-তে পৌঁছায়। এবার E থেকে সমচাপী প্রক্রিয়ায় F অবস্থায় গেলে তার আয়তন করে আগের আয়তনে ফিরে আসে। D থেকে E থেকে F-এ আসতে গ্যাস কতৃক মোট কৃতকার্য,
বায়ু এবং মাধ্যমের বিভেদতলের সাথে 45$$^\circ$$ কোণে বায়ু থেকে একটি আলোর রশ্মি আপতিত হয়। মাধ্যমে প্রবেশের পর প্রতিসরণের ফলে যদি রশ্মিটির প্রকৃত দিক থেকে বিচ্যুতি 15$$^\circ$$ হয় তবে মাধ্যমের প্রতিসরাঙ্কের মান,
Answer
(C)
1.414
19
50 cm লম্বা একটি নলে 250 g অসংনম্য তরল ভরে তার দুটি মুখ বন্ধ করা হল। এরপর নলটির এক প্রান্তের সাপেক্ষে $$x\sqrt F $$ rad s$$-$$1 সমকৌণিক বেগে অনুভূমিক তলে ঘোরানো হতে থাকল। যদি নলের অপর প্রান্তে তরল কতৃক প্রদত্ত বল F হয় তবে, x -এর মান হবে, ____________.
Answer
4
20
একটি 110 W ক্ষমতা সম্পন্ন বাতির প্রায় 10% ক্ষমতা দৃশ্যমান বিকিরণে রূপান্তরিত হয়। বাতি থেকে 1 m দূরত্ব ও 5 m দূরত্বে দৃশ্যমান বিকিরণের গড় তীব্রতার পরিবর্তন a $$\times$$ 10$$-$$2 W/m2 'a' এর মান হবে ____________।
Answer
84
21
0.5 m দৈর্ঘ্য এবং 10$$-$$4 m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের অসহ পীড়ন 5 $$\times$$ 108 Nm$$-$$2 । 10 kg ভরের একটি ব্লককে ওই তারের একপ্রান্তে যুক্ত করে একটি অনুভূমিক বৃত্তে ঘোরানো হল। ব্লকটির রৈখিক গতিবেগের মান ___________ ms$$-$$1.
Answer
50
22
0.3 g ভরে এবং উপাদানের ঘনত্ব 8 g/cc বিশিষ্ট একটি ছোট বলকে গ্লিসারিন পূর্ণ পাত্রে ফেললে কিছুক্ষণ বাদে বেগ ধ্রুবক গতি প্রাপ্ত হয়। যদি গ্লিসারিনের ঘনত্ব 1.3 g/cc হয় তবে, বলের উপর প্রযুক্ত সান্দ্রতা বলের মান x $$\times$$ 10$$-$$4 N ।
[ প্রদত্ত ঃ g = 10 m/s2 ]
Answer
25
23
10 g ভর এবং 50 cm দৈর্ঘ্যর একটি তারের ভিতর দিয়ে গতিহীন তির্যক তরঙ্গের দ্যুতি 60 ms$$-$$1 । তারটির প্রস্থচ্ছেদ 2.0 mm2 এবং ইয়ং গুণাঙ্ক 1.2 $$\times$$ 1011 Nm$$-$$2 । আরোপিত টানের জন্য মূল দৈর্ঘ্যর বৃদ্ধি x $$\times$$ 10$$-$$5 হলে x এর মান ____________ ।
Answer
15
24
একটি সরল দোলকের ধাতব পিণ্ডটির আপেক্ষিক ঘনত্ব 5 । দোলকটির পর্যায়কাল 10 s । যখন পিণ্ডটিকে জলে নিমজ্জিত করা হল তার নতুন পর্যায়কাল হবে $$5\sqrt x $$ s । তবে x- এর মান ____________ ।
Answer
5
25
চিত্রের বর্তনী অনুসারে একটি 8 V জেনার ডায়োড একটি R রোধের সাথে শ্রেণীসমবায়ে যুক্ত করে একটি 20 V উৎসের সাথে সংযুক্ত করা হল। সর্বোচ্চ জেনার প্রবাহের মান 25 mA হলে R -এর সর্বনিম্ন মান হবে, ____________ $$\Omega$$.
Answer
480
26
একটি 500 $$\mu$$F ধারকের সাথে 100 V একটি dc উৎস সংযুক্ত করে সম্পূর্ণ আহিত করা হল। যদি এবার এটিকে একটি 50 mH আবেশকের সঙ্গে যুক্ত করা হয় তবে এই LC বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ হবে ______________ A ।