JEE MAIN - Physics Bengali (2022 - 29th July Evening Shift - No. 4)

নীচের বিবৃতি দুটির একটি উক্তি - A এবং অপরটি কারন - R ।

উক্তি A ঃ কনস্টানট্যান, মাগনন এরূপ আয়লয়ের সাহায্যে রোধ কুণ্ডলী তৈরি করা হয়।

কারণ B ঃ কনস্টানট্যান এবং ম্যাগননের রোধের উষ্ণতা গুণাঙ্ক খুব কম।

উপরোক্ত আলোচনা সাপেক্ষে নিম্নোক্ত কোন বিকল্পটি সঠিক ?

A এবং R দুই ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা।
A এবং R দুই ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
A সঠিক কিন্তু R ভুল।
A ভুল কিন্তু R সঠিক।

Comments (0)

Advertisement