JEE MAIN - Physics Bengali (2022 - 29th July Evening Shift - No. 8)

একটি বিশুদ্ধ রোধক বর্তনী উপাদান X কে একটি a.c. উৎসের সাথে যুক্ত করলে শীর্ষ বিভব 100V এবং শীর্ষ প্রবাহ 5A যা কিনা ভোল্টেজের সাথে একই দশা বিশিষ্ট হয়। যদি ওই উৎসের সাথে একটি দ্বিতীয় বর্তনী উপাদান Y যুক্ত করা হয় তবে শীর্ষ প্রবাহের মান একই থাকে কিন্তু ভোল্টেজের দশার তুলনায় $${\pi \over 2}$$ পিছিয়ে থাকে। এবার X এবং Y শ্রেণী সমবায়ে যুক্ত করে ওই উৎসের সাথে সংযুক্ত করলে প্রবাহে rms মান অ্যাম্পিয়ারে হবে,
$${{10} \over {\sqrt 2 }}$$
$${5 \over {\sqrt 2 }}$$
$$5\sqrt 2 $$
$${5 \over 2}$$

Comments (0)

Advertisement