কোয়ান্টাম সংখ্যার নিম্নলিখিত গুচ্ছগুলির সংশ্লিষ্ট শক্তির সঠিক অধঃক্রমটি হল ঃ
(A) $$\mathrm{n=3,l=0,m=0}$$
(B) $$\mathrm{n=4,l=0,m=0}$$
(C) $$\mathrm{n=3,l=1,m=0}$$
(D) $$\mathrm{n=3,l=2,m=1}$$
উপরের বিবৃতিগুলির আলোকে নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি চিহ্নিত করো।
তালিকা - $$\mathrm{I}$$ এর সহিত তালিকা - $$\mathrm{II}$$ মেলাও ঃ
তালিকা $$\mathrm{I}$$ | তালিকা $$\mathrm{II}$$ | ||
---|---|---|---|
(A) | $${\psi _{MO}} = {\psi _A} - {\psi _B}$$ | (I) | দ্বিমেরু ভ্রামক |
(B) | $$\mu = Q\, \times \,r$$ | (II) | অনুযোজী (বণ্ডিং) আণবিক কক্ষক |
(C) | $${{{N_b} - {N_a}} \over 2}$$ | (III) | অনণুবন্ধী আণবিক কক্ষক (অ্যান্টিবণ্ডিং) |
(D) | $${\psi _{MO}} = {\psi _A} + {\psi _B}$$ | (IV) | বন্ধন মাত্রা |
নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ
নীচে দুইটি বিবৃতি দেওয়া হল ঃ
বিবৃতি $$\mathrm{I}$$ ঃ লঘূকরণের সঙ্গে $$KI$$ দ্রবণের মোলীয় পরিবাহিতা খাড়াভাবে বৃদ্ধি পায়।
বিবৃতি $$\mathrm{II}$$ ঃ কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে মোলীয় পরিবাহিতা লঘুকরণের সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পায়।
উপরের বিবৃতিগুলির আলোকে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ
তালিকা - $$\mathrm{I}$$ এর সহিত তালিকা - $$\mathrm{II}$$ মেলাও ঃ
তালিকা $$\mathrm{I}$$ | তালিকা $$\mathrm{II}$$ | ||
---|---|---|---|
(A) | ![]() |
(I) | গ্যাটারম্যান কখ বিক্রিয়া |
(B) | $$C{H_3} - CN\mathrel{\mathop{\kern0pt\longrightarrow} \limits_{{H_3}{O^ + }}^{SnC{l_2}/HCl}} C{H_3} - CHO$$ |
(II) | এটার্ড বিক্রিয়া |
(C) | ![]() |
(III) | স্টিফেন বিক্রিয়া |
(D) | ![]() |
(IV) | রোজেনমান্ড বিক্রিয়া |
নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ
তালিকা - $$\mathrm{I}$$ এর সহিত তালিকা - $$\mathrm{II}$$ মেলাও ঃ
তালিকা $$\mathrm{I}$$ | তালিকা $$\mathrm{II}$$ | ||
---|---|---|---|
(A) | গ্লুকোজ + $$\mathrm{HI}$$ | (I) | গ্লুকোনিক অ্যাসিড |
(B) | গ্লুকোজ + $$\mathrm{Br_2}$$ জল | (II) | গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট |
(C) | গ্লুকোজ + অ্যাসেটিক অ্যানহাইড্রাইড | (III) | স্যাকারিক অ্যাসিড |
(D) | গ্লুকোজ + $$\mathrm{HNO_3}$$ | (IV) | হেক্সেন |
নীচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ
তালিকা $$\mathrm{I}$$ এর সঙ্গে তালিকা $$\mathrm{II}$$ মেলাও ঃ
তালিকা $$\mathrm{I}$$ (Mixture) |
তালিকা $$\mathrm{II}$$ (Purification Process) |
||
---|---|---|---|
(A) | ক্লরোফর্ম ও অ্যানিলিন | (I) | বাষ্প পাতন |
(B) | বেনজায়িক অ্যাসিড ও ন্যাপথালিন | (II) | উর্দ্ধপাতন |
(C) | জল ও অ্যানিলিন | (III) | পাতন |
(D) | ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইড | (IV) | কেলাসন করা |
নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ
একটি স্থির আয়তনের ক্যালরিমিটারে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে একটি গ্যাস (আণবিক ওজন = 280) এর দহন করা হইল। এই দহনে ক্যালরিমিটারের তাপমাত্রা 298.0 K থেকে 298.45 K -এ বৃদ্ধি নেলে এবং গ্যাসের দহন এনথালপি 9 kJ mol$$-$$1 হলে দহন করা গ্যাসের পরিমাণ _____________।
(প্রদত্ত ঃ ক্যালরিমিটারের তাপগ্রহিতা 2.5 kJ K$$-$$1)
$$\matrix{ {[A]} & \to & {[B]} \cr {{\mathop{\rm Reactant}\nolimits} } & {} & {{\mathop{\rm Product}\nolimits} } \cr } $$
যৌগ [B] এর এই গঠন বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া এবং 70 মিনিট বিক্রিয়ার পরে [A] এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হইলে বিক্রিয়াটির গতি ধ্রুবক দাঁড়ায় $$x$$ $$\times$$ 10$$-$$6 s$$-$$1 । $$x$$ এর মান (নিকটতম পূর্ণসংখ্যায়) _____________ ।