JEE MAIN - Chemistry Bengali (2022 - 27th July Evening Shift)

1

কোয়ান্টাম সংখ্যার নিম্নলিখিত গুচ্ছগুলির সংশ্লিষ্ট শক্তির সঠিক অধঃক্রমটি হল ঃ

(A) $$\mathrm{n=3,l=0,m=0}$$

(B) $$\mathrm{n=4,l=0,m=0}$$

(C) $$\mathrm{n=3,l=1,m=0}$$

(D) $$\mathrm{n=3,l=2,m=1}$$

উপরের বিবৃতিগুলির আলোকে নীচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি চিহ্নিত করো।

Answer
(A)
$$\mathrm{(D) > (B) > (C) > (A)}$$
2

তালিকা - $$\mathrm{I}$$ এর সহিত তালিকা - $$\mathrm{II}$$ মেলাও ঃ

তালিকা $$\mathrm{I}$$ তালিকা $$\mathrm{II}$$
(A) $${\psi _{MO}} = {\psi _A} - {\psi _B}$$ (I) দ্বিমেরু ভ্রামক
(B) $$\mu = Q\, \times \,r$$ (II) অনুযোজী (বণ্ডিং) আণবিক কক্ষক
(C) $${{{N_b} - {N_a}} \over 2}$$ (III) অনণুবন্ধী আণবিক কক্ষক (অ্যান্টিবণ্ডিং)
(D) $${\psi _{MO}} = {\psi _A} + {\psi _B}$$ (IV) বন্ধন মাত্রা

নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ

Answer
(C)
$$\mathrm{(A)-(III),(B)-(I),(C)-(IV),(D)-(II)}$$
3
তীব্র অ্যাসিড $$HCl$$ এর সাপেক্ষে মৃদু ক্ষার $$N{H_4}OH$$ এর জন্য সঠিক $$pH$$- মিতি লেখচিত্র ঃ
Answer
(A)
JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Ionic Equilibrium Question 37 Bengali Option 1
4

নীচে দুইটি বিবৃতি দেওয়া হল ঃ

বিবৃতি $$\mathrm{I}$$ ঃ লঘূকরণের সঙ্গে $$KI$$ দ্রবণের মোলীয় পরিবাহিতা খাড়াভাবে বৃদ্ধি পায়।

বিবৃতি $$\mathrm{II}$$ ঃ কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে মোলীয় পরিবাহিতা লঘুকরণের সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পায়।

উপরের বিবৃতিগুলির আলোকে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ

Answer
(B)
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই ভুল
5

A, B, C, D এই চারটি মৌলের সর্ব বহিঃকক্ষের ইলেকট্রন সজ্জা দেওয়া হল ঃ

(A) 3s2

(B) 3s23p1

(C) 3s23p3

(D) 3s23p4

উহাদের প্রথম আয়নায়ন এনথালপির সঠিক ক্রমটি হল ঃ

Answer
(B)
(B) < (A) < (D) < (C)
6
প্রশম কিংবা ক্ষারকীয় দ্রবণে, $$MnO_4^ - $$, থায়োসালফেটকে নিম্নলিখিততে জারিত করে ঃ
Answer
(D)
$$SO_4^{2 - }$$
7
লিগ্যান্ডগুলির নিম্নলিখিত ধর্মের জন্য ধাতুর জটিল যৌগে সাধারণত ধাতুর নিম্ন জারণ দশা দেখা যায় ঃ
Answer
(A)
উত্তম $$\pi$$-গ্রহিতা প্রকৃতি
8

প্রদত্ত বিক্রিয়ায় A এর গঠন :

JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 80 Bengali

Answer
(C)
JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 80 Bengali Option 3
9

নীচের বিক্রিয়া ক্রমে মুখ্য উৎপাদ 'B' হল ঃ

JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 60 Bengali

Answer
(B)
JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 60 Bengali Option 2
10

তালিকা - $$\mathrm{I}$$ এর সহিত তালিকা - $$\mathrm{II}$$ মেলাও ঃ

তালিকা $$\mathrm{I}$$ তালিকা $$\mathrm{II}$$
(A) JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 82 Bengali 1 (I) গ্যাটারম্যান কখ বিক্রিয়া
(B) $$C{H_3} - CN\mathrel{\mathop{\kern0pt\longrightarrow}
\limits_{{H_3}{O^ + }}^{SnC{l_2}/HCl}} C{H_3} - CHO$$
(II) এটার্ড বিক্রিয়া
(C) JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 82 Bengali 2 (III) স্টিফেন বিক্রিয়া
(D) JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 82 Bengali 3 (IV) রোজেনমান্ড বিক্রিয়া

নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ

Answer
(A)
$$\mathrm{(A)-(IV),(B)-(III),(C)-(II),(D)-(I)}$$
11
একটি জৈব যৌগ 'A' তে নাইট্রোজেন ও ক্লোরিন আছে। ইহা জলে দ্রুত দ্রবীভূত হয়ে একটি দ্রবণ দেয় যা লিট্মাসকে লাল বর্ণের করে। উপযুক্ত ক্ষারের সঙ্গে যৌগ 'A' এর টাইট্রেশন বিক্রিয়া সূচনা করে যে 'A' এর আণবিক ভর 131 $$\pm$$ 2 । 'A' এর একটি নমুনায় জলীয় NaOH প্রয়োগে আলাদা হয়ে যাওয়া তরলটিতে N আছে কিন্তু Cl নেই, এই তরলটিতে নাইট্রাস অ্যাসিড ও পরে ফেনল প্রয়োগে কমলা রঙের অধঃক্ষেপ পাওয়া যায়। যৌগ 'A' টি হল ঃ
Answer
(D)
JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 81 Bengali Option 4
12

তালিকা - $$\mathrm{I}$$ এর সহিত তালিকা - $$\mathrm{II}$$ মেলাও ঃ

তালিকা $$\mathrm{I}$$ তালিকা $$\mathrm{II}$$
(A) গ্লুকোজ + $$\mathrm{HI}$$ (I) গ্লুকোনিক অ্যাসিড
(B) গ্লুকোজ + $$\mathrm{Br_2}$$ জল (II) গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট
(C) গ্লুকোজ + অ্যাসেটিক অ্যানহাইড্রাইড (III) স্যাকারিক অ্যাসিড
(D) গ্লুকোজ + $$\mathrm{HNO_3}$$ (IV) হেক্সেন

নীচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ

Answer
(A)
$$\mathrm{(A)-(IV),(B)-(I),(C)-(II),(D)-(III)}$$
13

তালিকা $$\mathrm{I}$$ এর সঙ্গে তালিকা $$\mathrm{II}$$ মেলাও ঃ

তালিকা $$\mathrm{I}$$
(Mixture)
তালিকা $$\mathrm{II}$$
(Purification Process)
(A) ক্লরোফর্ম ও অ্যানিলিন (I) বাষ্প পাতন
(B) বেনজায়িক অ্যাসিড ও ন্যাপথালিন (II) উর্দ্ধপাতন
(C) জল ও অ্যানিলিন (III) পাতন
(D) ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইড (IV) কেলাসন করা

নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ

Answer
(D)
$$\mathrm{(A)-(III),(B)-(IV),(C)-(I),(D)-(II)}$$
14
পটাসিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করিলে $$F{e^{3 + }}$$ ক্যাটায়ন নীচের দ্রব্য গঠনের কারণে, একটি 'প্রুশিয়ান ব্লু' রঙের অধঃক্ষেপ দেয় ঃ
Answer
(D)
$$F{e_4}{[Fe{(CN)_6}]_3}$$
15
100 mL 0.1 M H2SO4 দ্রবণের সঙ্গে 0.1 M NaOH দ্রবণের 50 mL মিশ্রণের ফলে উৎপন্ন H2SO4 দ্রবণের গাঢ়ত্ব _____________ $$\times$$ 10$$-$$1 N ।
Answer
1
16

একটি স্থির আয়তনের ক্যালরিমিটারে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে একটি গ্যাস (আণবিক ওজন = 280) এর দহন করা হইল। এই দহনে ক্যালরিমিটারের তাপমাত্রা 298.0 K থেকে 298.45 K -এ বৃদ্ধি নেলে এবং গ্যাসের দহন এনথালপি 9 kJ mol$$-$$1 হলে দহন করা গ্যাসের পরিমাণ _____________।

(প্রদত্ত ঃ ক্যালরিমিটারের তাপগ্রহিতা 2.5 kJ K$$-$$1)

Answer
35
17
25$$^\circ$$ তাপমাত্রায় 100 g জলে কঠিন A-এর একটি নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত করিলে, বিশুদ্ধ জলের তুলনায় দ্রবণের বাষ্প চাপ কমে অর্ধেক হয়ে গেল। বিশুদ্ধ জলের বাষ্প চাপ 23.76 mmHg । যুক্ত করা দ্রাব্য A-এর মোল-সংখ্যা (নিকটতম পূর্ণসংখ্যা) ______________।
Answer
6
18

$$\matrix{ {[A]} & \to & {[B]} \cr {{\mathop{\rm Reactant}\nolimits} } & {} & {{\mathop{\rm Product}\nolimits} } \cr } $$

যৌগ [B] এর এই গঠন বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া এবং 70 মিনিট বিক্রিয়ার পরে [A] এর গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হইলে বিক্রিয়াটির গতি ধ্রুবক দাঁড়ায় $$x$$ $$\times$$ 10$$-$$6 s$$-$$1 । $$x$$ এর মান (নিকটতম পূর্ণসংখ্যায়) _____________ ।

Answer
165
19

নিম্নলিখিত অণু বা আয়নগুলির মধ্যে অসমতলীয় গঠন সম্পন্ন নমুনার সংখ্যা ঃ

$$NO_3^ - ,{H_2}{O_2},B{F_3},PC{l_3},Xe{F_4},S{F_4},Xe{O_3},PH_4^ + ,S{O_3},{[Al{(OH)_4}]^ - }$$

Answer
6
20
ফেলিং বিকারকে বর্তমান জটিল যৌগস্থ ধাতুর ঘূর্ণন-মাত্র চুম্বকীয় ভ্রামক BM একক ______________। (নিকটতম পূর্ণসংখ্যা)
Answer
2
21

JEE Main 2022 (Online) 27th July Evening Shift Chemistry - Practical Organic Chemistry Question 32 Bengali

উপরের বিক্রিয়ায় 5 g টল্যুইন 92% প্রাপ্তিতে বেনজালডিহাইডে রূপান্তরিত হয়। উৎপন্ন বেনজালডিহাইডের পরিমাণ ______________ $$\times$$ 10$$-$$2 g ।

Answer
530