JEE MAIN - Chemistry Bengali (2022 - 27th July Evening Shift - No. 16)
একটি স্থির আয়তনের ক্যালরিমিটারে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে একটি গ্যাস (আণবিক ওজন = 280) এর দহন করা হইল। এই দহনে ক্যালরিমিটারের তাপমাত্রা 298.0 K থেকে 298.45 K -এ বৃদ্ধি নেলে এবং গ্যাসের দহন এনথালপি 9 kJ mol$$-$$1 হলে দহন করা গ্যাসের পরিমাণ _____________।
(প্রদত্ত ঃ ক্যালরিমিটারের তাপগ্রহিতা 2.5 kJ K$$-$$1)
Answer
35
Comments (0)


