JEE MAIN - Chemistry Bengali (2022 - 27th July Evening Shift - No. 4)
নীচে দুইটি বিবৃতি দেওয়া হল ঃ
বিবৃতি $$\mathrm{I}$$ ঃ লঘূকরণের সঙ্গে $$KI$$ দ্রবণের মোলীয় পরিবাহিতা খাড়াভাবে বৃদ্ধি পায়।
বিবৃতি $$\mathrm{II}$$ ঃ কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে মোলীয় পরিবাহিতা লঘুকরণের সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পায়।
উপরের বিবৃতিগুলির আলোকে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই ঠিক
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই ভুল
বিবৃতি $$\mathrm{I}$$ ঠিক কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ ভুল
বিবৃতি $$\mathrm{I}$$ ভুল কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ ঠিক
Comments (0)
