JEE MAIN - Chemistry Bengali (2022 - 26th June Morning Shift)

1
বানিজ্যিকভাবে বিক্রিত গাঢ় HCl ভর অনুসারে 35% HCl। এই বানিজ্যিক অ্যাসিডের ঘনত্ব 1.46 g/mL হইলে, এই দ্রবনের মোলারিটি হইল --
(Cl এর পারমাণবিক ভর = 35.5 amu
H এর পারমাণবিক ভর = 1 amu)
Answer
(C)
14.0 M
2
হাইড্রোজেন পরমাণুর বোরের ৩য় কক্ষের ব্যাসার্ধ $${r_3}$$ এবং বোরের ৪র্থ কক্ষের ব্যাসার্ধ $${r_4}$$ হইলে
Answer
(B)
$${r_4} = {{16} \over 9}{r_3}$$
3
$$O_2^ + ,\,O_2^{},\,O_2^ - ,O_2^{2 - }$$ এই আয়ন/অণুগুলি বিবেচনা করে বন্ধনী মাত্রায় শুদ্ধক্রমের সঠিক বিকল্পটি চিহ্নিত কর
Answer
(A)
$$O_2^{2 - } < O_2^ - < O_2^{} < O_2^ + $$
4
বিভিন্ন প্রকার অর্ধকোষে $${\left( {{{\partial E} \over {\partial T}}} \right)_P}$$ এর মান নিম্নরূপ
$$\matrix{ A & B & C & D \cr {1 \times {{10}^{ - 4}}} & {2 \times {{10}^{ - 4}}} & {0.1 \times {{10}^{ - 4}}} & {0.2 \times {{10}^{ - 4}}} \cr {} & {} & {} & {} \cr {} & {} & {} & {} \cr } $$
উপরের কোষগুলির মধ্যে কোনটি মূল ( রেফারেঞ্চ ) তড়িৎদ্বার হিসেবে ব্যবহারের গ্রহণযোগ্য ?
( E তড়িৎরাসায়নিক বল )
Answer
(C)
C
5
গ্রুপ 13 মৌলগুলির + 1 জারণ দশায় সুস্থিতির সঠিক ক্রমটি নির্দেশ কর।
Answer
(A)
$$A1 < Ga < In < T1$$
6
বিবৃতি I : একটি জৈব যৌগে নাইট্রোজেন ও সালফার উভয়েই উপস্থিত থাকলে ' ল্যাসাইন ' পরীক্ষায় সোডিয়াম থায়োসায়ানেট উৎপন্ন হয়।
বিবৃতি II : একটি জৈব যৌগে নাইট্রোজেন ও সালফার উভয়ই উপস্থিত থাকলে সোডিয়াম গলন (ফিউশণ ) এ ব্যবহৃত সোডিয়ামের অতিরিক্ত পরিমাণ, উৎপন্ন সোডিয়াম থায়োসায়ানেট বিযোজিত করে $$NaCN$$ এবং $$N{a_2}S$$ দেবে।
সঠিক বিকল্পটি চিহ্ণিত কর
Answer
(A)
বিবৃতি I এবং II উভয়ই ঠিক ।
7
$${({C_7}{H_5} - {O_2})_2}\buildrel {hv} \over \longrightarrow \left[ X \right] \to 2{C_6}{H_5} + 2C{O_2}$$
উপরের বিক্রিয়াটি বিবেচনা কর এবং অন্তবর্তী ' X ' কে সনাক্ত কর
Answer
(D)
JEE Main 2022 (Online) 26th June Morning Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 98 Bengali Option 4
8

JEE Main 2022 (Online) 26th June Morning Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 80 Bengali

উপরের বিক্রিয়া ক্রমটি বিবেচনা কর এবং উৎপাদ B টি সনাক্ত কর।

Answer
(A)
JEE Main 2022 (Online) 26th June Morning Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 80 Bengali Option 1
9
নিম্নলিখিত কোনটির এনল-পরিমাণ সর্বাপেক্ষা বেশী।
Answer
(C)
JEE Main 2022 (Online) 26th June Morning Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 99 Bengali Option 3
10
নিচের কোন সংযুতি সর্বাপেক্ষা সুস্থিত ইনামাইন গঠন দেখাবে।
( Me হইল --- CH3 )
Answer
(C)
JEE Main 2022 (Online) 26th June Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 95 Bengali Option 3
11
নিচের কোন বিবৃতিটি নাইট্রেট আয়ন পরীক্ষা সাপেক্ষে সত্য নয়
Answer
(B)
নাইট্রেোফেরাস সালফেট জটিল যৌগ উৎপন্নের কারণে বলয় দেখা যায়।
12
মিথানলের সম্পূর্ণ দহনে
$$C{H_3}OH\left( I \right) + \,{3 \over 2}{O_2}\left( g \right) \to \,C{O_2}\left( g \right) + 2{H_2}O\left( I \right)$$
উৎপন্ন তাপকে বম্ব ক্যালোরিমিটারে মাপিলে $${27^ \circ }C$$ তাপমাত্রায় পরিমাণ পাওয়া যায় $$726\,kJ\,mo{l^{ - 1}}$$।
এই বিক্রিয়ায় দহন-তাপ (এনথালপি) হইল $$ - x\,kJ\,mo{l^{ - 1}}$$. যেখানে $$x$$ হবে __________ । (নিকটতম পূর্ণসংখ্যা)
( প্রদত্ত : $$R = 8.3\,J{K^{ - 1}}\,mo{l^{ - 1}}$$ )
Answer
727
13
পটাশিয়াম ক্লোরাইডের একটি 0.5 শতাংশ দ্রবণ $$ - {0.24^ \circ }C$$ তাপমাত্রায় হিমায়িত হয়। পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন শতাংশ __________ ।
(জলের মোলাল অবনমন ধ্রুবক $$1.80\,K\,kg\,mo{l^{ - 1}}$$ এবং $$KCl$$ এর মোলীয় ভর $$74.6\,g\,mo{l^{ - 1}}$$)
Answer
98
14
50 mL পরিমাণ $$0.1\,M\,C{H_3}COOH$$ কে $$0.1\,M\,NaOH$$ দ্বারা প্রশমিত করা হচ্ছে। 25 mL পরিমাণ $$NaOH$$ যোগ করার পর দ্রবণের pH হবে ____________ $$ \times {10^{ - 2}}$$। (পূর্ণসংখ্যা)

প্রদত্ত :
$$\eqalign{ & pKa\,(C{H_3}COOH) = 4.76 \cr & \log \,2 = 0.30 \cr & log\,3 = 0.48 \cr & log\,5 = 0.69 \cr & log\,7 = 0.84 \cr & log\,11 = 1.04 \cr} $$
Answer
476
15
A এবং B এর সমসংখ্যক মোল লইয়া একটি ফ্লাস্ক ভর্তি করা হইল। A ও B এর অর্ধায়ুকাল যথাক্রমে 100 s ও 50 s এবং ইহা প্রারম্ভিক গাঢ়ত্বের ওপর নির্ভর করে না। ফ্লাস্কে A এর গাঢ়ত্ব, B এর গাঢ়ত্বের চার গুণ হইতে সময় লাগিবে __________ s ।
প্রদত্ত : ln 2 = 0.693
Answer
200
16
$${V_2}{O_3},\,{V_2}{O_4}$$ এবং $${V_2}{O_5}$$ এর মধ্যে ভ্যানাডিয়ামের সর্বাপেক্ষা ক্ষারীয় অক্সাইডের ঘূর্ণনমাত্র চুম্বকীয় ভ্রামকের মান __________ B.M. । (নিকটতম পূর্ণসংখ্যা)
Answer
3
17
$$CoC{l_3} \cdot 4N{H_3},\,NiC{l_2} \cdot 6{H_2}O$$ এবং $$PtC{l_4} \cdot 2HCl$$ এই জটিল যৌগগুলির মধ্যে যেটি অতিরিক্ত $$AgN{O_3}$$ এর সঙ্গে বিক্রিয়ায় 2 মোল $$AgCl$$ দেয়, তার ঘূর্ণনমাত্র চুম্বকীয় ভ্রমকের মান _________ B.M। (নিকটতম পূর্ণসংখ্যা)
Answer
3
18
একটি জৈব যৌগের 0.30 g পরিমানের সম্পূর্ণ দহনে 0.20 g কার্বন ডাই অক্সাইড ও 0.10 g জল পাওয়া যায়।
প্রদত্ত জৈব যৌগে কার্বনের শতাংশ পরিমাণ _______ । (নিকটতম পূর্ণসংখ্যা)
Answer
18
19
লঘু $$HN{O_3}$$ এর সহিত নাইট্রেশন বিক্রিয়ায় একটি যৌগ (P) দুইটি আইসোমার (সমান্ধ) ‘A’ এবং ‘B’ উৎপন্ন করে। এই আইসোমারগুলিকে বাষ্পপাতন দ্বারা আলাদা করা যায়। আইসোমার ‘A’ এবং ‘B’ যথাক্রমে অন্তরাণবিক এবং আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনী দেখায়। ‘P’ যৌগটি গাঢ় $$HN{O_3}$$ এর সহিত বিক্রিয়া করে একটি তীব্র অ্যাসিড ‘C’ হলুদ যৌগ উৎপন্ন করে।
যৌগ ‘C’ তে অক্সিজেন পরমাণুর সংখ্যা __________ ।
Answer
7
20
কেবলমাত্র RNA তে থাকে এইরকম একটি ক্ষার হইতে উৎপন্ন নিউক্লিওটাইডে বর্তমান অক্সিজেন পরমাণুর সংখ্যা _________।
Answer
9