JEE MAIN - Chemistry Bengali (2022 - 26th June Morning Shift - No. 11)

নিচের কোন বিবৃতিটি নাইট্রেট আয়ন পরীক্ষা সাপেক্ষে সত্য নয়
দুইটি দ্রবণের সংযোগস্থলে গাঢ় বাদামী রঙের বলয় গঠিত হয়।
নাইট্রেোফেরাস সালফেট জটিল যৌগ উৎপন্নের কারণে বলয় দেখা যায়।
বাদামী রঙের জটিল যৌগটি হইল $$\left[ {Fe{{\left( {{H_2}O} \right)}_5}\left( {NO} \right)} \right]S{O_4}$$ ।
গাঢ় $${H_2}S{O_4}$$ সহযোগে উত্তপ্ত করিলে লবণটি হইতে হালকা বাদামী ধোঁয়া উদ্ভূত হয়।

Comments (0)

Advertisement