JEE MAIN - Chemistry Bengali (2022 - 26th June Morning Shift - No. 6)
বিবৃতি I : একটি জৈব যৌগে নাইট্রোজেন ও সালফার উভয়েই উপস্থিত থাকলে ' ল্যাসাইন ' পরীক্ষায় সোডিয়াম থায়োসায়ানেট উৎপন্ন হয়।
বিবৃতি II : একটি জৈব যৌগে নাইট্রোজেন ও সালফার উভয়ই উপস্থিত থাকলে সোডিয়াম গলন (ফিউশণ ) এ ব্যবহৃত সোডিয়ামের অতিরিক্ত পরিমাণ, উৎপন্ন সোডিয়াম থায়োসায়ানেট বিযোজিত করে $$NaCN$$ এবং $$N{a_2}S$$ দেবে।
সঠিক বিকল্পটি চিহ্ণিত কর
বিবৃতি II : একটি জৈব যৌগে নাইট্রোজেন ও সালফার উভয়ই উপস্থিত থাকলে সোডিয়াম গলন (ফিউশণ ) এ ব্যবহৃত সোডিয়ামের অতিরিক্ত পরিমাণ, উৎপন্ন সোডিয়াম থায়োসায়ানেট বিযোজিত করে $$NaCN$$ এবং $$N{a_2}S$$ দেবে।
সঠিক বিকল্পটি চিহ্ণিত কর
বিবৃতি I এবং II উভয়ই ঠিক ।
বিবৃতি I এবং II উভয়ই ভুল ।
বিবৃতি I ঠিক কিন্তু বিবৃতি II ভুল ।
বিবৃতি I ভুল কিন্তু বিবৃতি II ঠিক ।
Comments (0)


