JEE MAIN - Physics Bengali (2022 - 25th June Evening Shift)
1
নিম্নে বর্ণিত দুটি উক্তি দেওয়া আছে। একটি বিবৃতি A এবং অপরটি কারণ R.
বিবৃতি A : দুটি সদৃশ বল A এবং B একই প্রাথমিক বেগ 'u' কিন্ত ভিন্ন কোণে এমনভাবে উৎক্ষেপিত হল যাতে দুটো বলের সমান প্রক্ষেপ সীমা R হয়। A এবং B বলের সর্বোচ্চ উচ্চতা $${h_1}$$ এবং $${h_2}$$ হলে, $$R = 4\sqrt {{h_1}{h_2}} $$.
দুটি বাস P এবং Q, একই স্থান থেকে একই সময়ে সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। বাস দুটির অবস্থান $${X_P}(t) = \alpha t + \beta {t^2}$$ এবং $${X_Q}(t) = ft - {t^2}$$., সমীকরণ দ্বারা যথাক্রমে নির্দেশিত হলে, কখন বাসদুটির গতিবেগ সমান হবে ?
$$\omega $$ কৌণিক বেগে একটি চাকতি তলের সঙ্গে লম্ব ও কেন্দ্রগামী একটি অক্ষের সাপেক্ষে ঘুরছে। একটি ছোট সমতলীয় বিকার, চাকতির কেন্দ্র থেকে R দূরত্বে চাকতির উপর রাখা আছে। বিকারের তল এবং চাকতির পৃষ্ঠের স্থিত ঘর্ষণ গুনাঙ্ক $$\mu $$ তবে বিকারটি চাকতির সাথে ঘুরতে থাকবে, যদি
Answer
(B)
$$R \le {{\mu g} \over {{\omega ^2}}}$$
4
একটি কঠিন ধাতব যার সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল $$24\,{m^2}$$, তাকে সুষমভাবে উত্তপ্ত করা হল। যদি তাপমাত্রা $${10^ \circ }C$$ বৃদ্ধি পায়, তবে ঘনকটির আয়তন বৃদ্ধি হবে,
$$\left( {\alpha = 5.0 \times {{10}^{ - 4}}{}^ \circ {C^{ - 1}}} \right)$$
Answer
(B)
$$1.2 \times {10^5}\,c{m^3}$$
5
5.0 kg ভরের একটি তামার খণ্ডকে $${500^ \circ }C$$ তাপমাত্রায় উত্তপ্ত করে একটি বরফের চাই -এর ওপর রাখা হল । সর্বাধিক কত পরিমাণ বরফ গলে যাবে ?
[ তামার আপেক্ষিক তাপ : $$0.39\,J\,{g^{ - 1}}{}^ \circ {C^{ - 1}}$$ এবং জলের লীনতাপ : $$335\,J\,{g^{ - 1}}$$ ]
Answer
(C)
2.9 kg
6
কোন গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত $$\left( {{{{C_P}} \over {{C_V}}}} \right)$$, ওই গ্যাসের স্বাতন্ত্র্য সংখ্যা $$\left( f \right)$$
দ্বারা লেখা যায় এই রুপে,
Answer
(B)
$$\left( {1 + {2 \over f}} \right)$$
7
$$R$$ ব্যাসার্ধের বৃত্তাকার পথে সুষম বৃত্তীয়গতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুর কোনো এক বিন্দু $$P\left( {R,\theta } \right)$$ তে ত্বরণ $$\mathop a\limits^ \to $$ কে প্রকাশ করা যায় $$\theta $$ কোণ অক্ষ থেকে মাপা হয়।
দুটি ধাতব পাত দিয়ে একটি সমান্তরাল পাত ধারক তৈরি করা হয়েছে। পাত দুটির মধ্যে দূরত্ব $$'d'$$ । একটি ধাতবপাত যার বেধ $${d \over 2}$$ এবং ক্ষেত্রফল ওই পাতদুটির প্রত্যেকটির সঙ্গে সমান, সেটিকে ওই সমান্তরাল পাত ধারকের মাঝখানে রাখা হল। এক্ষেত্রে ওই মধ্যবর্তী ধাতবপাত যুক্ত এবং ধাতবপাত বিহীন ধারকের ধারকত্বের অনুপাত হবে,
Answer
(A)
2 : 1
9
দুটি সমান তরিৎচালক বল যুক্ত কোষের অভ্যন্তরীণ রোধ $${r_1}$$ এবং $${r_2}$$ কোষ দুটি একটি রোধ R -এর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত। R -এর কোন মানের জন্য, দ্বিতীয় কোষটির বিভব পার্থক্য শূন্য হবে ?
Answer
(A)
$${r_2} - {r_1}$$
10
নিচে দুটি বিবৃতি দেওয়া হল : বিবৃতি - I ঃ চৌম্বক প্রবণতা, পরাচৌম্বক এবং অয়শ্চৌম্বক পদার্থের, তাপমাত্রা হ্রাসের সাথে বৃদ্ধি পায়। বিবৃতি - II ঃ কক্ষপথে ইলেকট্রনের গতির জন্য প্রযুক্ত ক্ষেত্রের বিপরীতে চৌম্বক ভ্রামক তৈরি হওয়ার ফলস্বরূপ তিরশ্চৌম্বক হয়।
সঠিক সজ্জাটি হবে :
Answer
(A)
বিবৃতি - I এবং বিবৃতি - II উভয়ই সত্য ।
11
একটি লম্বা সলিনয়েডে তড়িৎ প্রবাহিত হলে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র B উৎপন্ন হয়। যদি তড়িৎপ্রবাহের মাত্রা দ্বিগুণ এবং প্রতি সেন্টিমিটারে পাক সংখ্যা অর্ধেক করা হয়, তবে নতুন চৌম্বকক্ষেত্রের মান হবে,
Answer
(A)
B
12
একটি সাইনধর্মী ভোল্টেজ $$V\left( t \right) = 210\,sin\,3000\,{\rm{t}}\,{\rm{Volt}}$$, শ্রেণী সমবায়ে যুক্ত একটি
LCR বর্তনীতে প্রয়োগ করা হল। যদি $$L\, = \,10\,mH,\,C\, = \,25\,\mu F$$ এবং $$R = 100\,\,\Omega $$ হয়,
তবে প্রযুক্ত ভোল্টেজ এবং লব্ধ তড়িৎপ্রবাহের মধ্যে দশা পার্থক্য $$\left( \Phi \right)$$ হবে,
Answer
(A)
$${\tan ^{ - 1}}\left( {0.17} \right)$$
13
একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটি মাধ্যমে $$2.0 \times {10^8}\,m/s$$ গতিবেগে প্রবাহিত হলে এবং ওই মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1.0 হলে, আপেক্ষিক তড়িৎভেদ্যতার মান
Answer
(A)
2.25
14
দুটি সুসংগত আলোক উৎস যাদের প্রাবল্যে অনুপাত $$4:1$$, তারা ব্যতিচার নকশা সংগঠিত করে। যদি ওই ব্যতিচার নকশায়
$${{{I_{\max }} + {I_{\min }}} \over {{I_{\max }} - {I_{\min }}}}$$ হয়, তবে x -এর মান হবে
Answer
(B)
4
15
একটি আলোকরশ্মি থেকে ভালো পোলারয়েডের সাহায্যে সমস্ত তড়িৎ ভেক্টরগুলি সরিয়ে দেওয়া হল এবং তারপর রশ্মিটি একটি প্রিজমের তলে ব্রুস্টার কোণে আপতিত হল৷নিচের বিকল্পগুলি থেকে প্রিজম সম্বন্ধীয় ঘটনার সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে নাও।
Answer
(D)
কোনো প্রতিফলন হবে না , শুধু পূর্ণ নির্গমন হবে ।
16
একটি প্রোটন, একটি নিউট্রন, একটি ইলেকট্রন এবং একটি $$\alpha $$ -কনার সমান শক্তি
কণাগুলির ডি-ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সম্পর্কিত কোন বিকল্পটি সঠিক
নিচের বর্তনীটি কি ধরনের Logic Gate নির্দেশ করে, বিকল্পগুলি থেকে বেছে নাও :
Answer
(A)
AND gate
18
যদি n, কোন রূপান্তরিত গ্যালভানোমিটারের বিচলন সংখ্যা হয় এবং
G গ্যালভানোমিটারের রোধ এবং S সান্ট রোধ হয়। তবে মোট তড়িৎপ্রবাহ মাত্রা হবে,
যদি ঐ গ্যালভানোমিটারের ফিগার অফ মেরিট K হয়
Answer
(D)
$${{nK\left( {G + S} \right)} \over S}$$
19
$$z = {a^2}{x^3}{y^{{1 \over 2}}}$$ সম্পর্কে $$'a'$$ একটি ধ্রুবক। যদি $$'x'$$ এবং $$'y'$$ পরিমাপে শতকরা ত্রুটি যথাক্রমে 4% এবং 12% হয়, তবে $$z$$ পরিমাপে শতকরা ত্রুটি হবে ___________ % ।
Answer
18
20
রাস্তাতে একটি বাঁকের ব্যাসার্ধ 75 m। একটি গাড়ি ওই বাঁকে সর্বাধিক 30 m/s বেগে না হড়কে চালানো যায়। যদি ওই বাঁকের ব্যাসার্ধ 48 m হয় এবং গাড়ির চাকা এবং রাস্তার মধ্যেকার ঘর্ষনাঙ্ক একই থাকে, তবে সর্বাধিক গতি হবে _________ m/s.
Answer
24
21
200 g ভরের একটি বস্তুকে চিত্রের ন্যায় একটি আনত তলে একটি আনুভূমিক বল F দিয়ে স্থির করা আছে। F -এর ন্যূনতম মান $$\sqrt x N$$ হলে x = ___________ ।
Answer
12
22
চারটি বস্তুর জড়তা ভ্রামক (M.I.) নিম্নরুপে উপস্থাপিত ।
(চারটি বস্তুরই ভর 'M' এবং ব্যাসার্ধ '2R')
$${I_1}$$ = M.I. একটি নিরেট গোলকের ব্যাস বরাবর জড়তা ভ্রামক।
$${I_2}$$ = M.I. একটি নিরেট চোঙের অক্ষ বরাবর জড়তা ভ্রামক।
$${I_3}$$ = M.I. একটি বৃত্তাকার চাকতির ব্যাস বরাবর জড়তা ভ্রামক।
$${I_4}$$ = M.I. একটি পাতলা চক্রাকার রিং -এর ব্যাস বরাবর জড়তা ভ্রামক।
যদি $$2\left( {{I_2} + {I_3}} \right) + {I_4} = x \cdot {I_1}$$ হয়, তবে $$x$$ -এর মান হবে __________ ।
Answer
5
23
দুটি উপগ্রহ $${S_1}$$ এবং $${S_2}$$ বৃত্তীয় কক্ষপথে একটি গ্রহের চারদিকে
R1= 3200 km এবং R2= 800 km ব্যাসার্ধে ঘুরছে। উপগ্রহ $${S_1}$$ এবং $${S_2}$$ -এর কক্ষপথে
গতির অনুপাত হবে $${1 \over x}$$ যেখানে $$x$$ = ___________ ।
Answer
2
24
একটি বদ্ধ পাত্রে গ্যাসের উষ্ণতা $${1^ \circ }C$$ বৃদ্ধি করলে, গ্যাসের চাপ 0.4% বৃদ্ধি পায়। তবে গ্যাসটির প্রাথমিক তাপমাত্রা __________ K .
Answer
250
25
27 টি অভিন্ন ফোঁটা প্রতিটিকে 22 V -এ আহিত করা হল। তারা একত্রিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করল। বড় ফোঁটাটির বিভব হবে _________ V .
Answer
198
26
একটি চোঙাকার তারের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য থেকে বেড়ে দ্বিগুণ হয়ে গেলে, শতকরা হিসাবে তারটির রোধের বৃদ্ধি হবে _________ % ।
Answer
300
27
একটি শ্রেণী সমবায়ে যুক্ত LCR বর্তনীতে L = 100 mH, C = 100 $$\mu F$$ এবং R = 10 $$\Omega $$
যথাক্রমে আবেশত্ব, ধারকত্ব এবং রোধ নির্দেশ করে। 200 V এবং 50 Hz কম্পাঙ্কের একটি
AC উৎসের সাথে যুক্ত হলে, ওই বর্তনীতে আনুমানিক তড়িৎপ্রবাহ হবে __________ A .