JEE MAIN - Physics Bengali (2022 - 25th June Evening Shift - No. 15)

একটি আলোকরশ্মি থেকে ভালো পোলারয়েডের সাহায্যে সমস্ত তড়িৎ ভেক্টরগুলি সরিয়ে দেওয়া হল এবং তারপর রশ্মিটি একটি প্রিজমের তলে ব্রুস্টার কোণে আপতিত হল৷নিচের বিকল্পগুলি থেকে প্রিজম সম্বন্ধীয় ঘটনার সবচেয়ে উপযুক্ত উত্তরটি বেছে নাও।
প্রতিফলিত এবং প্রতিসারিত আলোকরশ্মি পরস্পরের সঙ্গে লম্ব হবে।
তরঙ্গটি প্রিজমের পৃষ্ঠতল বরাবর প্রবাহিত হবে।
কোনো প্রতিসরণ হবে না , শুধু পূর্ণ প্রতিফলন হবে।
কোনো প্রতিফলন হবে না , শুধু পূর্ণ নির্গমন হবে ।

Comments (0)

Advertisement