JEE MAIN - Physics Bengali (2022 - 24th June Morning Shift)
1
একটি তরলের আয়তন মানাংক $$3 \times {10^{10}}N{m^{ - 2}}$$. তরলের আয়তন 2% হ্রাস করতে যে চাপের প্রয়োগ প্রয়োজন সেটি হল :
Answer
(C)
$$6 \times {10^8}\,N{m^{ - 2}}$$
2
বিবৃতি (A) : কোনও সুষম চৌম্বক খেত্রে গতিশীল তড়িৎ কণার দ্রুতি এবং শক্তি অপরিবর্তিত থাকে । কারণ (R) : গতিশীল তড়িৎ কণা তার গতিপথের লম্ব অভিমুখে চৌম্বক বল অনুভব করে । উপরোক্ত বিবৃতিদ্বয়ের সাপেক্ষে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
Answer
(A)
(A) এবং (R) উভয়েই সঠিক এবং (R) হল (A) এর সঠিক ব্যাখ্যা।
3
1.5 V তড়িৎ চালক বল বিশিষ্ট দুটি অভিন্ন তড়িৎকোষ সমান্তরাল সমবায়ে যুক্ত করে 20 $$\Omega $$ রোধ বিশিষ্ট দুটি রোধের সমান্তরাল সমবায়ের সাথে সংযুক্ত করা হল। একটি ভোল্টমিটার ওই বর্তনীতে 1.2 V বিভব দেখায়। ওই তড়িৎ কোষ দ্বয়ের প্রত্যেকের আভ্যন্তরীণ রোধের মান :
Answer
(C)
5 $$\Omega $$
4
নিম্নলিখিত বিকল্পগুলির কোনটিতে দুটি ভৌতরাশির একক আলাদা ?
Answer
(D)
আপেক্ষিক তাপ এবং লীন তাপ ।
5
ভূ-সমতলের সাথে $$\theta $$ কোণে 25 m/s গতিবেগে একটি প্রাসকে প্রক্ষিপ্ত করা হল । t s সময় পরে ভূমির সাথে প্রাসের গতিপথ সমান্তরাল হয়ে যায় । যদি প্রাসের পাল্লা R হয়, তবে $$\theta $$ এর মান : $$\left( {g = 10\,m/{s^2}} \right)$$ প্রযোজ্য।
10 kg ভরের একটি ব্লক $$9.8\,m{s^{ - 1}}$$ প্রাথমিক গতিবেগে একটি তল বরাবর পিছলে যাচ্ছে। যদি তল ও ব্লকের মাঝে ঘর্ষণ গুনাংক 0.5 হয়, তবে কত দূরত্ব অতিক্রম করে ব্লকটি স্থির হয়ে যাবে ? $$\left[ {g = 9.8\,m{s^{ - 2}}} \right]$$ প্রযোজ্য
Answer
(B)
9.8 m
7
2 m দৈর্ঘ্য একটি তারের একপ্রান্তে একটি 100 g ভর সংযুক্ত করে একটি বালক ওটিকে অপর প্রান্তের সাপেক্ষে এবং একটি ভূ-সমান্তরাল তলে ঘুরাতে শুরু করল। যদি তারটির ভার বহন ক্ষমতা 80 N হয় এবং তখন ওটির সংশ্লিষ্ট কৌণিক বেগ $${K \over \pi }rev./\min $$ হয়, তবে K এর মান :
( তারটি ভরশূন্য এবং অপ্রসারণশীল )
Answer
(C)
600
8
$$4.9 \times {10^5}\,N/C$$ লম্ব তড়িৎ ক্ষেত্রের প্রভাবে 0.1 g ভরেরএকটি তড়িৎ আহিত জলবিন্দু শূন্যে ভেসে থাকে। ওই জলবিন্দুতে আধানের পরিমাণ হবে : $$\left( {g = 9.8\,m/{s^2}} \right)$$ ধর্তব্য।
Answer
(B)
$$2.0 \times {10^{ - 9}}\,C$$
9
একটি কণা $$\mathop F\limits^ \to = \left( {4x\,\mathop i\limits^ \wedge + 3{y^2}\mathop j\limits^ \wedge } \right)$$ সমতলিক পরিবর্তনশীল বলের প্রভাবে গতিশীল । দূরত্ব মিটার এককে এবং বল নিউটন এককে ধর্তব্য। যদি কণাটি একটি $$x - y$$ তলে (1, 2) বিন্দু থেকে (2, 3) বিন্দুতে স্থানান্তরিত হয়, তবে গতিশক্তির পরিবর্তন হবে :
Answer
(C)
25.0 J
10
ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় তার ওজন ভূপৃষ্ঠের ওজনের $${1 \over 3}$$ অংশ দাঁড়াবে ?
( পৃথিবীর ব্যাসার্ধ R = 6400 km, $$\sqrt 3 = 1.732$$)
Answer
(B)
4685 km
11
একটি 220 V, 50 Hz উৎসের সাথে একটি $$40\,\Omega $$ রোধ যুক্ত করা হল। প্রবাহের সর্বোচ্চ মান থেকে তার rms মানে পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় হল ---
এই তরঙ্গদ্বয় যুগপত একটি তার মারফৎ অগ্রগামী। লব্ধি তরঙ্গের বিস্তারের মান :
Answer
(A)
2 cm
13
1.61 আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এবং 6.44 আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট একটি মাধ্যমে একটি সমতলিক তড়িৎ চুম্বক তরঙ্গ গতিশীল। কোনো একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান $$4.5 \times {10^{ - 2}}\,A{m^{ - 1}}$$ হলে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে -----
Answer
(C)
$$8.48\,V{m^{ - 1}}$$
14
নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিকটি নির্বাচন কর :
Answer
(C)
সনাতন তত্ত্বানুসারে রাদারফোর্ড প্রকল্পে পরমাণুর সংকোচন ও ধ্বংস অনিবার্য।
15
220 পারমাণবিক সংখ্যা এবং 5.6 MeV কেন্দ্রক কণা প্রতি বন্ধন শক্তিবিশিষ্ট একটি কেন্দ্রক 'A' ভেঙ্গে যথাক্রম 105 এবং 115 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দুটি কেন্দ্রক 'B' এবং 'C' উৎপন্ন করে। যদি B এবং C এর কেন্দ্রক কণা প্রতি বন্ধন শক্তি 6.4 MeV হয়, তবে পরমাণু প্রতি বিভাজন প্রতি শক্তির উৎপাদ হবে ----
Answer
(D)
176 MeV
16
$$30\pi \,c{m^2}$$ ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পাত 1 mm ব্যবধানে স্থাপিত করে একটি সমান্তরাল পাত ধারক প্রস্তুত করা হল। এবার পাত দুটির মাঝে $$3.6 \times {10^7}V{m^{ - 1}}$$ সহনসীমা বিশিষ্ট একটি পরাবিদ্যুত ঢুকিয়ে দেওয়া হল। যদি ওই ধারকে ভঙ্গনসীমা পর্যন্ত $$7 \times {10^{ - 6}}C$$ আধান মজুত করা যায় তবে ব্যবহৃত পরাবিদ্যুত পদার্থের পরাবিদ্যুত ধ্রুবকের মান :
I প্রবাহ মাত্রা বহনকারী এবং r ব্যাসার্ধযুক্ত একটি কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা B । কুণ্ডলীর অক্ষ বরাবর কেন্দ্র থেকে $${r \over 2}$$ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের তীব্রতার মান দাঁড়াবে ---
Answer
(C)
$${\left( {{2 \over {\sqrt 5 }}} \right)^3}B$$
18
চিত্রানুসারে একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ধাতব দণ্ড $${M_1}$$ এবং $${M_2}$$ সংযুক্ত করা আছে। যদি $${M_2}$$ দণ্ডের তাপ পরিবাহীতাংক K হয়, তবে $${M_1}$$ এর তাপ পরিবাহীতাংকের মান ----
[ধরে নাও স্থির অবস্থায় তাপ পরিবহন ]
Answer
(B)
8 K
19
একটি আবদ্ধ পাত্রে $${127^ \circ }C$$ তাপমাত্রায় 0.056 kg নাইট্রোজেন গ্যাস রাখা আছে । আরও যত তাপশক্তি প্রয়োগ করলে সংশ্লিষ্ট নাইট্রোজেন অণুগুলির গতি দ্বিগুণ হবে তার মান ________ k cal.
15 cm ফোকাস দূরত্ব এবং 1.5 প্রতিসরাংক বিশিষ্ট দুটি অভিন্ন লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখা হল। এবার লেন্স দুটির মাঝের ফাঁকে 1.25 প্রতিসরাংকের একটি তরল দিয়ে পূর্ণ করা হল। সমবায়টির ফোকাস দূরত্ব দাঁড়াবে _________ cm ।
Answer
10
21
সন্নিহিত বর্তনী অনুসারে একটি আবেশক কে 220 V তড়িৎচালক বল এবং 50 Hz কম্পাঙ্কের একটি পরিবর্তী উৎসের সাথে যুক্ত করা হয়েছে। উৎসের তাৎক্ষনিক বিভব হয় 0 V যখন প্রবাহের শীর্ষমান $${{\sqrt a } \over \pi }\,A$$ হয়। এখানে 'a' এর মান ________ .
Answer
242
22
0.5 mm ফাঁক বিশিষ্ট একটি রেখাছিদ্রের সাহায্যে অপবর্তন পরীক্ষা সম্পন্ন করতে যথাক্রমে 650 nm এবং 655 nm তরঙ্গদৈর্ঘ্যের সোডিয়াম আলোক ব্যবহার করা হয়েছে। রেখাছিদ্র থেকে পর্দার দূরত্ব 2.0 m । উৎপন্ন ঝালরের প্রথম সুস্পষ্ট রেখাদ্বয়ের ভিতর দূরত্ব হবে __________$$ \times {10^{ - 5}}m$$ ।
Answer
3
23
একটি আলোক ইলেকট্রন প্রক্রিয়ায় সূচনা কম্পাংকের আলো ব্যবহার করলে উৎক্ষিপ্ত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় $${v_1}$$ । যখন আপতিত আলোর কম্পাংক সূচনা কম্পাংকের পাঁচগুন করা হয় বিকিরিত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ দাঁড়ায় $${v_2}$$। $${v_2} = x\,{v_1},\,x$$ এর মান হবে __________ .
Answer
2
24
একটি মিনারের শীর্ষবিন্দু থেকে একটি বলকে খাড়া উপরের দিকে ছোঁড়া হলে এটি 6 s বাদে ভূমি স্পর্শ করে। ওই একই স্থান থেকে 2য় একটি বল একই গতিবেগে নিচের দিকে ছুঁড়লে ওটি 1.5 s সময়ে ভূমি স্পর্শ করে। একটি তৃতীয় বলকে ওই স্থান থেকে শূন্য প্রাথমিক গতিবেগে ছেড়ে দিলে ওটির ভূমি স্পর্শ করতে সময় লাগে _______ s.
Answer
3
25
চিত্রানুসারে 100 g ভরের একটি বলকে h = 10 cm উচ্চতা থেকে স্প্রিং এর সঙ্গে সংযুক্ত একটি পাটাতনের উপর ছেড়ে দেওয়া হল। বলটি পাটাতনে সেটে যায় এবং পাটাতনটি $${h \over 2}$$ দূরত্বে নেমে যায়। স্প্রিংটির স্প্রিং ধ্রুবক হল ________ $$N{m^{ - 1}}.$$ $$\left( {g = 10\,m{s^{ - 2}}} \right)$$ধর্তব্য
Answer
120
26
একটি 1 মিটার দৈর্ঘ্যের স্কেলকে তার মধ্যবিন্দুতে একটি ছুরির সাহায্যে ভারসাম্যে রাখা আছে। এবার স্কেলে 10.0 cm দাগের উপর দুটি 10 g ভরের মুদ্রা একটির উপর আর একটি রাখলে 40.0 cm দাগে ছুরি রেখে ভারসাম্য আসে। ওই মিটার স্কেলটির ভর $$x \times {10^{ - 2}}\,kg$$ হলে, $$x$$ এর মান ________।