'কারণ R' ঃ কঠিন দশার তুলনা তরল দশায় এনট্রপি বেশি হওয়ার কারণে ঋণাত্মক দিকে $$\Delta {G^\Theta }$$ এর মান বেশি
Answer
(A)
A এবং R উভয়েই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
3
নীচের কোন জোড়টি সমইলেক্ট্রনিক নমুনা নয়
( পারমাণবিক সংখ্যা ঃ Sm, 62; Er, 68; Yb, 70; Lu, 71; Eu, 63; Tb, 65; Tm, 69 )
Answer
A
D
4
নীচের দুইটি বিবৃতির একটি 'নিশ্চয়োক্তি A' এবং অপরটি 'কারণ R' রূপে চিহ্নিত।
'নিশ্চয়োক্তি A' ঃ পারম্যাঙ্গানেট অনুমাপন (টাইট্রেশন) হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে করা হয় না।
'কারণ R' ঃ হাইড্রোক্লোরিক অ্যাসিডের জারণের ফলে ক্লোরিন উৎপন্ন হয়।
উপরের বিবৃতিগুলির আলোকে নীচের বিকল্পগুলির মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত উত্তরটি চিহ্নিত করো।
Answer
(A)
A এবং R উভয়েই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
5
তালিকা $$\mathrm{I}$$ এর সঙ্গে তালিকা $$\mathrm{II}$$ মেলাও
তালিকা $$\mathrm{I}$$ (জটিল যৌগ)
তালিকা $$\mathrm{II}$$ (সংকরায়ন)
A.
$$Ni{(CO)_4}$$
I.
$$s{p^3}$$
B.
$${[Ni{(CN)_4}]^{2 - }}$$
II.
$$s{p^3}{d^2}$$
C.
$${[Co{(CN)_6}]^{3 - }}$$
III.
$${d^2}s{p^3}$$
D.
$${[Co{F_6}]^{3 - }}$$
IV.
$$ds{p^2}$$
নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো।
Answer
(B)
$$\mathrm{A-I,B-IV,C-III,D-II}$$
6
যে কারণে বায়ুর দুইটি মূল উপাদান ডাইনাইট্রোজেন ও ডাইঅক্সিজেন পারস্পরিক বিক্রিয়া করে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে না -
Answer
(D)
বিক্রিয়াটি তাপগ্রাহী এবং ইহার জন্য অত্যন্ত উচ্চ তাপমাত্রা প্রয়োজন
7
প্রদত্ত বিক্রিয়ায় মুখ্য উৎপাদটি হল ঃ
Answer
(C)
8
নাইট্রেশন বিক্রিয়ার ক্ষমতা অনুসারে নিম্নলিখিত যৌগগুলিকে উর্দ্ধক্রমে সাজাও
A. p-জাইলিন
B.ব্রোমোবেঞ্জিন
C. মেসিটাইলিন
D. নাইট্রোবেঞ্জিন
E. বেঞ্জিন
নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো
Answer
(B)
$$\mathrm{D < B < E < A < C}$$
9
যৌগ $$I,HI$$ এর সঙ্গে উত্তপ্ত করলে একটি হাইড্রক্সি যৌগ উৎপন্ন হয় যা $$Zn$$-চূর্ণের সঙ্গে উত্তপ্ত করলে যৌগ $$B$$ উৎপন্ন হয়। $$A$$ এবং $$B$$ কে সনাক্ত করো।
Answer
(D)
10
নীচের দুইটি বিবৃতির একটি 'নিশ্চয়োক্তি A' অপরটি 'কারণ R' হিসাবে চিহ্নিত।
'নিশ্চয়োক্তি A' ঃ অ্যানিলেনের নাইট্রেশনে অ্যানিলিনের অর্থো, মেটা ও প্যারা নাইট্রো ডেরিভেটিভ ও (উপজাত) উৎপন্ন হয়
'কারণ R' ঃ নাইট্রেশনকারী মিশ্রণটি একটি তীব্র আম্লিক মিশ্রণ
উপরের বিবৃতিগুলির আলোকে নীচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি চিহ্নিত করো।
Answer
(A)
A এবং R উভয়েই সঠিক এবং A, R এর সঠিক ব্যাখ্যা
11
নিচে দেওয়া দুইটি বিবৃতির একটি 'নিশ্চয়োক্তি A' এবং অপরটি 'কারণ R' রূপে চিহ্নিত।
'নিশ্চয়োক্তি A' ঃ সূক্ষ্ম স্তর বর্ণলেখন একটি অধিশোষণ বর্ণ লেখন।
'কারণ R' ঃ সূক্ষ্ম স্তর বর্ণ লেখনে উপযুক্ত মাপের একটি কাচের পাতের ওপর সিলিকা জেলের সূক্ষ্ম স্তর বিস্তৃত করা হয়, যা অধিশোষক হিসেবে কাজ করে।
উপরের বিবৃতিগুলির আলোকে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো।
Answer
(A)
A এবং R উভয়েই সঠিক এবং R, A এর সঠিক ব্যাখ্যা
12
উপরের বিক্রিয়া ক্রমে A এবং B এর গঠনে সংকেত বাহির করো
0.2M H2SO4 দ্রবণের 2L পরিমাণের সঙ্গে 0.1M NaOH দ্রবণের 2L পরিমাণ বিক্রিয়া করানো হল। লব্ধ উৎপাদ Na2SO4 এর মোলারটি ___________ মিলিমোলার।
Answer
25
15
H-পরমাণু হইতে নিঃসৃত ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য 3.3 $$\times$$ 10$$-$$10 m হইলে, H-পরমাণু থেকে একটি ইলেকট্রন নিঃসরণের জন্য ন্যূনতম শক্তির তুলনায় ভূমিস্তর দশায় ঐ ইলেকট্রনটি দ্বারা শোষিত শক্তি ___________ গুণ।
[ h = 6.626 $$\times$$ 10$$-$$34 J s ]
ইলেকট্রনের ভর = 9.1 $$\times$$ 10$$-$$31 kg
Answer
2
16
দুইটি পদার্থ A এবং B এর একটি গ্যাসীয় মিশ্রণ 0.8 atm মোট চাপে উহাদের একটি আদর্শ তরল দ্রবণের সহিত সাম্যাবস্থায় আছে। A এর মোল ভগ্নাংশ বাষ্পীয় দশায় 0.5 এবং তরল দশায় 0.2 । বিশুদ্ধ তরল A এর বাষ্পচাপ হল ___________ atm.
Answer
2
17
600 K 2 তাপমাত্রায় NO-এর 2 মোল, O2 এর 1 মোলের সহিত মেশানো হল
2NO(g) + O2(g) $$\rightleftarrows$$ 2NO2(g)
1 atm মোট চাপে বিক্রিয়াটি সাম্যাবস্থা প্রাপ্ত হল। বিশ্লেষণে দেখা গেল সাম্যাবস্থায় 0.6 মোল অক্সিজেন বর্তমান। বিক্রিয়ার সাম্যধ্রুবক ___________ (নিকটতম পূর্ণসংখ্যা)
Answer
2
18
ডুমা পদ্ধতিতে 0.125 g পরিমাণের একটি জৈব যৌগের বিশ্লেষণে উৎপন্ন 22.78 mL নাইট্রোজেনকে 280 K তাপমাত্রায় ও 759 mm Hg চাপে KHO দ্রবণের ওপর সংগ্রহ করা হল। জৈব যৌগটিতে নাইট্রোজেনের শতাংশ পরিমাণ _____________ (নিকটতম পূর্ণসংখ্যা)
প্রদত্ত ঃ (a) 280 K তাপমাত্রায় জলের বাষ্প চাপ 14.2 mm Hg.
(b) R = 0.082 L atm K$$-$$1 mol$$-$$1
Answer
22
19
একটি বিক্রিয়ার $${1 \over T}$$ সাপেক্ষে $$\ln (k)$$ এর লেখচিত্রটি নিম্নরূপ
বিক্রিয়ার সক্রিয়ন শক্তি ______________ cal mol$$-$$1
( প্রদত্ত R = 2 cal K$$-$$1 mol$$-$$1 )
Answer
8
20
নীচের ধর্মগুলির মধ্যে অবস্থা অপেক্ষক (অভ্যন্তরীণ ফাংশন) এর সংখ্যা ______________।