JEE MAIN - Chemistry Bengali (2022 - 28th July Evening Shift - No. 15)
H-পরমাণু হইতে নিঃসৃত ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য 3.3 $$\times$$ 10$$-$$10 m হইলে, H-পরমাণু থেকে একটি ইলেকট্রন নিঃসরণের জন্য ন্যূনতম শক্তির তুলনায় ভূমিস্তর দশায় ঐ ইলেকট্রনটি দ্বারা শোষিত শক্তি ___________ গুণ।
[ h = 6.626 $$\times$$ 10$$-$$34 J s ]
ইলেকট্রনের ভর = 9.1 $$\times$$ 10$$-$$31 kg
Answer
2
Comments (0)
