JEE MAIN - Physics Bengali (2022 - 29th July Morning Shift - No. 19)

স্ক্রু গেজ নিয়ে একটি তারের ব্যাস পরিমাপে, নিম্নলিখিত পর্যবেক্ষণগুলো করা হল।

JEE Main 2022 (Online) 29th July Morning Shift Physics - Units & Measurements Question 70 Bengali

(A) স্ক্রু-এর একটা পূর্ণ পাক প্রধান স্কেলের 0.5 mm সদৃশ।

(B) চক্রাকার স্কেলের ঘর সংখ্যা 50 ।

(C) প্রধান স্কেলের পাঠ 2.5 mm ।

(D) চক্রাকার স্কেলের 45 ঘর, পিচ রেখার সাথে মিলে যায়।

(E) যন্ত্রটির 0.03 ঋণাত্মক ত্রুটি আছে।

তবে ঐ তারের ব্যাস হবে -

2.92 mm
2.54 mm
2.98 mm
3.45 mm

Comments (0)

Advertisement