JEE MAIN - Physics Bengali (2022 - 29th July Morning Shift - No. 11)

বক্তব্য $$\mathrm{I}$$ ঃ প্রত্যেক পরিবাহীর মধ্যে এবং পৃষ্ঠে তড়িৎ বিভব ধ্রুবক থাকে।

বক্তব্য $$\mathrm{II}$$ ঃ তড়িৎক্ষেত্র, আধানযুক্ত কোনো পরিবাহীর বাইরে ঐ পরিবাহীর পৃষ্ঠের যেকোনো বিন্দুর সাথে উলম্বভাবে অবস্থান করে।

বক্তব্য $$\mathrm{I}$$ এবং বক্তব্য $$\mathrm{II}$$ উভয়েই সত্য।
বক্তব্য $$\mathrm{I}$$ এবং বক্তব্য $$\mathrm{II}$$ উভয়েই সত্য নয়।
বক্তব্য $$\mathrm{I}$$ সত্য কিন্তু বক্তব্য $$\mathrm{II}$$ সত্য নয়।
বক্তব্য $$\mathrm{I}$$ সত্য নয় কিন্তু বক্তব্য $$\mathrm{II}$$ সত্য।

Comments (0)

Advertisement