JEE MAIN - Physics Bengali (2022 - 28th July Morning Shift - No. 7)
বিবৃতি $$\mathrm{I}$$ ঃ একটি আদর্শ গ্যাসের অণুর গড় ভরবেগ তার তাপমাত্রার উপর নির্ভরশীল।
বিবৃতি $$\mathrm{II}$$ ঃ অক্সিজেন অণুর গড়-মাধ্য-মুল (rms) বেগের মান $$v$$ । যদি তাপমাত্রা দ্বিগুণ করা হয় এবং অক্সিজেন অণু বিয়োজিত হয়ে দুটি অক্সিজেন পরমাণুর সৃষ্টি করে তবে তাদের গর-মাধ্য-মুল বেগের মান হবে $$2v$$ ।
উপরের বিবৃতিদ্বয়ের আলোকে সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই সঠিক।
বিবৃতি $$\mathrm{I}$$ এবং বিবৃতি $$\mathrm{II}$$ উভয়েই ভুল।
বিবৃতি $$\mathrm{I}$$ সঠিক কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ ভুল
বিবৃতি $$\mathrm{I}$$ ভুল কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ সঠিক
Comments (0)
