JEE MAIN - Physics Bengali (2022 - 28th July Morning Shift - No. 11)
গ্রথিত ভাবনা ঃ
একটি গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা বৃদ্ধি করা যেতে পারে
(A) পাক সংখ্যার হ্রাস ঘটিয়ে।
(B) চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের বৃদ্ধি ঘটিয়ে।
(C) কুণ্ডলীর ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটিয়ে।
(D) স্প্রিং-এর ব্যবর্তন ভ্রামক (টরসনাল কনস্ট্যান্ট) এর হ্রাস ঘটিয়ে।
নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সর্বোপযুক্ত উত্তরটি বেছে নাওঃ
শুধুমাত্র (B) এবং (C)
শুধুমাত্র (C) এবং (D)
শুধুমাত্র (A) এবং (C)
শুধুমাত্র (B) এবং (D)
Comments (0)
