JEE MAIN - Physics Bengali (2022 - 28th July Evening Shift - No. 9)

$$K$$ পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত কোনো পদার্থের একটি ফলককে একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে রাখা হল। ফলকটির ক্ষেত্রফল পাতের ক্ষেত্রফলের সমান এবং বেধ $${3 \over 4}d$$, যেখানে $$d$$ পাতদুটির মধ্যবর্তী দূরত্ব। প্রাথমিক ভাবে ধারকের ধারকত্ব $${C_0}$$ হলে, ফলকটি যুক্ত হবার পর ধারকত্ব হবে
$${{4K{C_0}} \over {3 + K}}$$
$${{3K{C_0}} \over {3 + K}}$$
$${{3 + K} \over {4K{C_0}}}$$
$${K \over {4 + K}}$$

Comments (0)

Advertisement