JEE MAIN - Physics Bengali (2022 - 28th July Evening Shift - No. 20)
0.5 m দীর্ঘ এবং 4 mm2 ব্যবচ্ছেদের একটি তার 2 kg ভরের একটি স্থির বস্তুর সাথে যুক্ত। বস্তুটিকে 0.5 m ব্যাসার্ধের একটি লম্ব বৃত্তীয় পথে ঘোরানো যায়। এই বৃত্তপথের নিম্ন বিন্দুতে বস্তুটির গতিবেগ 5 m/s হয়। এই নিম্ন বিন্দুতে তারটির উপর টান ___________ $$\times$$ 10$$-$$5.
(ধর ইয়ংগুনস্ক 1011 N/m2 এবং g = 10 m/s2)
Answer
30
Comments (0)
