JEE MAIN - Physics Bengali (2022 - 26th June Morning Shift - No. 10)

নীচে দুটি বক্তব্য প্রদত্ত আছে একটি বিবৃতি (A) এবং অপরটি কারণ (R)।
বিবৃতি (A) : অমেরুবর্তী পদার্থের কোনো স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে না।
কারণ (R) : যখন কোনো অমেরুবর্তী পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তখন ঐ একক পরমাণু বা অণুটির ধনাত্মক আধান কেন্দ্রটি, ঋনাত্মক আধান কেন্দ্রের সাথে সমাপতিত হয়।
(A) এবং (R) উভয়েই সত্য এবং (R), (A) এর যথার্থ কারণ দর্শায়।
(A) এবং (R) উভয়েই সত্য কিন্তু (R), (A) এর যথার্থ কারণ দর্শায় না।
(A) সত্য কিন্তু (R) সত্য নয়।
(A) সত্য নয় কিন্তু (R) সত্য।

Comments (0)

Advertisement