JEE MAIN - Physics Bengali (2022 - 25th June Morning Shift - No. 9)

তালিকা - I এর সাথে তালিকা - II এর তুলনা কর।
তালিকা-I
তালিকা-II
(A) AC জেনারেটর (I) একটা ডিটেক্টর যেটা বর্তনীর তড়িৎ প্রবাহ নির্দেশ করে
(B) গ্যালভানোমিটার
(II) যান্ত্রিক শক্তিকে, তড়িৎ শক্তিতে রূপান্তর করে
(C) ট্রান্সফরমার
(III) AC বর্তনীর অনুনাদের সাথে কার্যকারি
(D) মেটাল ডিটেক্টর (IV) কম বা বেশী মানের পরিবর্তী ভোল্টেজের পরিবর্তন

প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক সম্পর্কটি নির্ণয় কর --
(A) - (II), (B) - (I), (C) - (IV), (D) - (III)
(A) - (II), (B) - (I), (C) - (III), (D) - (IV)
(A) - (III), (B) - (IV), (C) - (II), (D) - (I)
(A) - (III), (B) - (I), (C) - (II), (D) - (IV)

Comments (0)

Advertisement