JEE MAIN - Chemistry Bengali (2022 - 29th July Morning Shift)

1
নীচের কোন জোড়টিতে যথাক্রমে বিজোড় ইলেক্ত্রন অণু ও বিস্তৃত অষ্টক অণু বর্তমান
Answer
(B)
$$NO$$ এবং $${H_2}S{O_4}$$
2

$$\eqalign{ & {N_{2(g)}} + 3{H_{2(g)}} \rightleftharpoons 2NH_{3(g)} \cr & 20\,g\,\,\,\,\,\,\,\,\,\,\,5\,g \cr} $$

এই বিক্রিয়ায় সীমান্তকারক বিকারক (লিমিটিং রিএজেন্ট) এবং উৎপন্ন $$N{H_3}$$ এর মোল সংখ্যা হল যথাক্রমে

Answer
(C)
$${N_2},\,1.42$$ মোল
3
Na, Mg এবং Si এর প্রথম আয়নায়ন তাপ (এনথালপি) যথাক্রমে 496, 737 এবং 786 kJ mol$$-$$1 । Al এর প্রথম আয়নায়ন তাপ (এনথালপি) হইল -
Answer
(C)
577 kJ mol$$-$$1
4
অতিরিক্ত জলীয় ক্ষারকের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উদ্ভূত হয় এবং পাওয়া যায়
Answer
(C)
$${[Zn{(OH)_4}]^{2 - }}$$
5
$$SC{l_2},{O_3},Cl{F_3}$$ এবং $$S{F_6}$$ এর কেন্দ্রস্থিত পরমাণুর ওপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যথাক্রমে -
Answer
(B)
2, 1, 2 এবং 0
6
নিম্নে প্রদত্ত ধাতুর আয়ন জোড়ের মধ্যে কোনটির আয়নগুলি বর্ণহীন ?
Answer
(A)
$$S{c^{3 + }},Z{n^{2 + }}$$
7
শক্তিশালী জারক হওয়ার কারণে KMnO4 প্রশম বা মৃদু ক্ষারকীয় মাধ্যমে থায়োসালফেটকে পরিমাণগত প্রায় সম্পূর্ণভাবে সালফেট এ জারিত করিতে পারে। এই বিক্রিয়ায় ম্যাঙ্গানিজের জারণ দশার সর্বোপরি পরিবর্তন -
Answer
(D)
3
8
নীচের কোনটি তীব্রতম ব্রনস্টেড ক্ষার
Answer
(D)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 77 Bengali Option 4
9

নিচের যৌগ জোড়ের কোনটি ওজোনোলিসিস এ ভিন্ন উৎপাদ দেবে

(Consider the double bonds in the structures are rigid and not delocalized.)

Answer
(C)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 57 Bengali Option 3
10

JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 58 Bengali

উপরের বিক্রিয়ায় যৌগ 'A' এবং 'B' যথাক্রমে -

Answer
(C)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 58 Bengali Option 3
11

JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 78 Bengali

প্রদত্ত বিক্রিয়া ক্রমটি বিবেচনা করো। উৎপাদ 'C' হইল -

Answer
(D)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 78 Bengali Option 4
12

JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 76 Bengali

উপরের বিক্রিয়াটি বিবেচনা করো। যৌগ 'A' হইল -

Answer
(C)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 76 Bengali Option 3
13

JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 75 Bengali

নীচের কোনটি বিকারক 'A' কে বোঝায়

Answer
(A)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 75 Bengali Option 1
14

নীচের বিক্রিয়া ক্রমটি বিবেচনা করো

JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 78 Bengali

উৎপাদ 'B' টি হইল -

Answer
(B)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 78 Bengali Option 2
15
যৌগ 'X' টি আম্লিক; ইহা NaOH দ্রবণে দ্রাব্য কিন্তু NaHCO3 দ্রবণে অদ্রাব্য। প্রশম FeCl3 দ্রবণে যৌগ 'X' বেগুনী বর্ণ দেয়। যৌগ 'X' টি হইল -
Answer
(B)
JEE Main 2022 (Online) 29th July Morning Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 61 Bengali Option 2
16

$$KCl$$ এর 74.5 ppm দ্রবণ দ্বারা ভর্তি একটি পরিবাহীতা কোষ (কোষ ধ্রুবক 129 m$$-$$1) এর রোধ 100 $$\Omega$$ । (দ্রবণ 1 রূপে চিহ্নিত) । ঐ একই কোষ 149 ppm গাঢ়ত্বের $$KCl$$ দ্রবণ (দ্রবণ 2 রূপে চিহ্নিত) দ্বারা ভর্তি করিলে রোধ 50 $$\Omega$$ । দ্রবণ 1 ও দ্রবণ 2 এর মোলীয় পরিবাহিতার অনুপাত $${{{ \wedge _1}} \over {{ \wedge _2}}} = x \times {10^{ - 3}}$$ । $$x$$ এর মান ______________ । (নিকটতম পূর্ণসংখ্যা)

(প্রদত্ত - $$KCl$$ এর মোলীয় ভর 74.5 g mol$$-$$1)

Answer
1000
17

2a0 দৈর্ঘ্যের একটি একমাত্রিক স্থানে একটি ইলেকট্রনের দ্রুতির ন্যুনতম অনিশ্চয়তা হইল _____________ km s$$-$$1

(এখানে a0 = বোরের ব্যাসার্ধ 52.9 pm)

( প্রদত্ত ঃ ইলেকট্রনের ভর $$ = 9.1 \times {10^{ - 31}}$$ kg

প্ল্যাঙ্ক ধ্রুবক $$h = 6.63 \times {10^{ - 34}}$$ Js )

Answer
548
18

একটি ফ্লাস্কে 0.1 M NaOH দ্রবণের 400 mL এর সহিত 0.2 M HNO3 দ্রবণের 600 mL মেশানো হইলে ফ্লাস্কের তাপমাত্রা বৃদ্ধি ______________ $$\times$$ 10$$-$$2 $$^\circ$$C । (নিকটতম পূর্ণসংখ্যা)

( প্রশমন তাপ (এনথালপি) = 57 kJ mol$$-$$1

জলের আপেক্ষিক তাপ = 4.2 JK$$-$$1 g$$-$$1 )

Answer
54
19

303 K তাপমাত্রায় জলের মধ্য দিয়ে O2 গ্যাস বুদবুদ আকারে চালনা করা হল। 1 লিটার জলে দ্রবীভূত O2 গ্যাসের মিলি মোলের সংখ্যা _____________। (নিকটতম পূর্ণসংখ্যা)

( প্রদত্ত ঃ 303 K তাপমাত্রায় O2 এর হেনরীর সূত্র ধ্রুবক = 46.82 k bar এর পার্শ্ব চাপ = 0.920 bar )

Answer
1
20

298 K তাপমাত্রায় PbS এর দ্রাব্যতা গুণাঙ্ক 8 $$\times$$ 10$$-$$28 হইলে ঐ তাপমাত্রায় বিশুদ্ধ জলে PbS এর দ্রাব্যতা $$x$$ $$\times$$ 10$$-$$16 mol L$$-$$1

$$x$$ এর মান _______________ । (নিকটতম পূর্ণসংখ্যা)

( প্রদত্ত ঃ $$\sqrt 2 = 1.41$$ )

Answer
282
21

Experiment $${{[X]} \over {mol\,{L^{ - 1}}}}$$ $${{[Y]} \over {mol\,{L^{ - 1}}}}$$ $${{Initial\,rate} \over {mol\,{L^{ - 1}}\,{{\min }^{ - 1}}}}$$
I 0.1 0.1 $$2 \times {10^{ - 3}}$$
I L 0.2 $$4 \times {10^{ - 3}}$$
III 0.4 0.4 $$M \times {10^{ - 3}}$$
IV 0.1 0.2 $$2 \times {10^{ - 3}}$$

X এবং Y এর বিক্রিয়াটি X এর সাপেক্ষে প্রথম ক্রমের এবং Y সাপেক্ষে শূন্য ক্রমের। তবে m ও $$l$$ এর সংখ্যাগত মানের অনুপাত ______________। (নিকটতম পূর্ণসংখ্যা)

Answer
40
22
রৈখিক টেট্রাপেপাটাইড (বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত) এ অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা _____________ এবং পেপাটাইড বন্ধনীর সংখ্যা _____________ ।
Answer
1
23

প্রপাইনের ব্রোমিনায়নে, প্রপাইনে 1.0 g ব্রোমিন যোগ করিয়া 1, 1, 2, 2-tetrabromopropane পাওয়া যায় (27% প্রাপ্তি) । বিক্রিয়ায় প্রাপ্ত 1, 1, 2, 2-tetrabromopropane এর পরিমাণ ______________ $$\times$$ 10$$-$$1 g । (পূর্ণসংখ্যা)

( মোলীয় ভর, ব্রোমিন = 80 g/mol )

Answer
3
24
$${\left[ {Fe{{(CN)}_6}} \right]^{3 - }}$$ একটি অন্তর-কক্ষক (ইনার অরবাইটাল) জটিল যৌগ হওয়া উচিত। যুগ্মকরণ শক্তি অবজ্ঞা করিলে এই জটিল যৌগের কেলাস ক্ষেত্র সুস্থিতি শক্তির পরিমাণ ( $$-$$ ) ______________ $${\Delta _0}$$ । (নিকটতম পূর্ণসংখ্যা)
Answer
2