JEE MAIN - Chemistry Bengali (2022 - 29th July Evening Shift)

1

প্রদত্ত বিক্রিয়াটি বিবেচনা করো।

$$4HN{O_3}(l) + 3KCl(s) \to C{l_2}(g) + NOCl(g) + 2{H_2}O(g) + 3KN{O_3}(s)$$

110.0 g $$KN{O_3}$$ উৎপন্ন করিতে প্রয়োজনীয় $$HN{O_3}$$ এর পরিমাণ,

(প্রদত্ত ঃ H, O, N এবং K-এর পারমাণবিক ভর যথাক্রমে 1, 16, 14 এবং 39)

Answer
(C)
91.5 g
2

4টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি নিচে দেওয়া হল

$$\mathrm{A. n=3,l=2,m_1=1,m_s=+1/2}$$

$$\mathrm{B. n=4,l=1,m_1=0,m_s=+1/2}$$

$$\mathrm{C. n=4,l=2,m_1=-2,m_s=-1/2}$$

$$\mathrm{D. n=3,l=1,m_1=-1,m_s=+1/2}$$

শক্তির সঠিক উর্ধক্রমটি উল্লেখ করো।

Answer
(B)
D < A < B < C
3

$$\mathrm{C(s) + {O_2}(g) \to C{O_2}(g) + 400\,kJ}$$

$$\mathrm{C(s) + {1 \over 2}{O_2}(g) \to C{O_2}(g) + 100\,kJ}$$

অপ্রতুল অক্সিজেনের উপস্থিতিতে 60% শুদ্ধতা সম্পন্ন কয়লার দহনে 60% কার্বন $$'\mathrm{CO}'$$-তে রূপান্তরিত হয় এবং অবশিষ্ট অংশ $$\mathrm{'C{O_2}'}$$-তে রূপান্তরিত হয়। 0.6 kg পরিমাণ কয়লার দহনে উদ্ভুত তাপের পরিমাণ ___________।

Answer
(D)
6600 kJ
4

400 mL 0.01 M H2SO4-এর সহিত 200 mL 0.01 M HCl মেশানো হল। মিশ্রণের pH __________।

(প্রদত্ত ঃ $$\log 2 = 0.30,\log 3 = 0.48,\log 5 = 0.70,\log 7 = 0.84,\log 11 = 1.04$$)

Answer
(B)
1.78
5
টিনের (Sn) তরলায়ান পদ্ধতিতে ধাতু পরিশোধনের সময়
Answer
(C)
একটি ঢালে গলিত Sn-কে প্রবাহিত করা হয়।
6

নিচে দুটি বিবৃতি দেওয়া হল ঃ

বিবৃতি $$\mathrm{I}$$ ঃ স্ট্যান্নান একটি আণবিক হাইড্রাইড-এর উদাহরণ।

বিবৃতি $$\mathrm{II}$$ ঃ স্ট্যান্নান একটি সমতলীয় অণু

উপরের বিবৃতিগুলির আলোকে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করো ঃ

Answer
(C)
বিবৃতি $$\mathrm{I}$$ ঠিক, কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ ভুল।
7
জলীয় মাধ্যমে দ্রবীভূত করিলে নিম্নলিখিত কোন 3d-ধাতু-আয়ন সর্বনিম্ন হাইড্রোজেন-তাপ (এনথালপি) $$({\Delta _{\mathrm{hyd}}}\mathrm{H})$$ উৎপন্ন করে,
Answer
(B)
Mn2+
8

কপার $$(II)$$-এর অষ্টতলী জটিল যৌগগুলির গঠনমূলক বিকৃতি (ইয়ান-টেলর) ঘটে। নিম্নে প্রদত্ত কপার $$(II)$$ জটিল যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক (Maximum) গঠন-বিকৃতি দেখাবে,

(en = ইথিলিন ডাইঅ্যামিন ঃ $${H_2}N - C{H_2} - C{H_2} - N{H_2}$$)

Answer
(A)
$$\mathrm{[Cu{({H_2}O)_6}]S{O_4}}$$
9
$$\gamma$$-মিথাইল সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড-এর সঠিক গঠন,
Answer
(A)
JEE Main 2022 (Online) 29th July Evening Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 76 Bengali Option 1
10

'A' যৌগটি প্রদত্ত বিক্রিয়ার দ্বারা 'B' যৌগ উৎপন্ন করে। 'B' যৌগটির সঠিক আকৃতি এবং প্রতিসমতা হবে __________

[ যখন $$Et = {C_2}{H_5}$$ ]

JEE Main 2022 (Online) 29th July Evening Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 56 Bengali

Answer
(C)
JEE Main 2022 (Online) 29th July Evening Shift Chemistry - Haloalkanes and Haloarenes Question 56 Bengali Option 3
11

নিচে দুটি বিবৃতি দেওয়া হল ঃ

JEE Main 2022 (Online) 29th July Evening Shift Chemistry - Basics of Organic Chemistry Question 99 Bengali

সঠিক বিকল্পটি চিহ্নিত করো ঃ

Answer
(C)
বিবৃতি $$\mathrm{I}$$ সঠিক, কিন্তু বিবৃতি $$\mathrm{II}$$ ভুল।
12
ইথানলে গাঢ় H2SO4 প্রয়োগে একটি গ্যাস উৎপন্ন হয়। বেয়ারের বিকারকের ঠাণ্ডা লঘু জলীয় দ্রবণের সঙ্গে এই গ্যাসের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় ঃ
Answer
(C)
গ্লাইকল
13
হিনসবার্গ (Hinsberg) বিকারক হইল ঃ
Answer
(A)
JEE Main 2022 (Online) 29th July Evening Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 74 Bengali Option 1
14

নিম্নে দুটি বিবৃতি প্রদত্ত ঃ একটি দাবি A এবং অন্যটি কারণ R রূপে চিহ্নিত।

দাবি A ঃ অ্যামাইলোজ জলে অদ্রাব্য।

কারণ R ঃ অ্যামাইলোজ, 200-এর বেশি গ্লুকোজ একক সম্বলিত একটি দীর্ঘ রৈখিক অণু।

সঠিক বিকল্পটি চিহ্নিত করো ঃ

Answer
(D)
A সঠিক নয় কিন্তু R সঠিক।
15
যৌগ 'X' একটি মৃদু অম্ল NaOH এবং CH3COOH-এর প্রশম বিন্দুর কাছাকাছি pH-এ ইহা বর্ণের পরিবর্তন দেখায়। ক্ষারকীয় মাধ্যমে যৌগ 'X' আয়নিত অবস্থায় থাকে। 'X' যৌগটি হইল ঃ
Answer
(C)
ফেনলপথালিন
16
$$\mathrm{P{F_5},Br{F_5},PC{l_3},S{F_6},{[IC{l_4}]^ - },Cl{F_3},I{F_5}}$$. উপরের অণু/আয়নগুলির মধ্যে sp3d2 সংকরায়িত অণু/আয়ন এর সংখ্যা ___________.
Answer
4
17

62.5 cm3 ইথানলে 1.80 g দ্রাব্য 'A' দ্রবীভূত করা হল এবং এই দ্রবণের হিমাঙ্ক দেখা গেল 155.1 K । দ্রাব্য 'A' এর মোলীয় ভর _________ g mol$$-$$1

[ প্রদত্ত ঃ ইথানলের হিমাঙ্ক 156.0 K । ইথানলের ঘনত্ব 0.80 g cm$$-$$3 । ইথানলের হিমাঙ্ক অবনমন ধ্রুবক 2.00 K mol$$-$$1 । ]

Answer
80
18

$$\mathrm{Cu(s)|C{u^2}(0.001M)||A{g^ + }(0.01M)|Ag(s)}$$

298 K তাপমাত্রায় এই কোষের কোষ-বিভব 0.43 V ।

$$C{u^{2 + }}/Cu$$-এর প্রমান তড়িৎদ্বার বিভব হইল __________ $$\times$$ 10$$-$$2 V ।

[প্রদত্ত $$\left[ {\mathrm{Given:E_{A{g^ + }/Ag}^\Theta = 0.80\,V\,and\,{{2.303\,RT} \over F} = 0.06\,V}} \right]$$ এবং

Answer
34
19

ধরে নেওয়া হল একটি বর্ধিষ্ণু গাছে 30 বছর অর্ধায়ু বিশিষ্ট একটি তেজস্ক্রিয় মৌল 'X'-এর 1 $$\mu$$g পরিমাণের অবশোষণ ঘটেছে। 100 বছর পর ওই গাছে বর্তমান 'X'-এর পরিমাণ ___________ $$\times$$ 10$$-$$1 $$\mu$$g.

[প্রদত্ত ঃ $$\ln 10 = 2.303;\,\log 2 = 0.30$$]

Answer
1
20

$$\mathrm{Na[Co(bpy)Cl}$$4$$]$$-এ বর্তমান কোবাল্টের জারণ দশা এবং কোঅর্ডিনেশান সংখ্যার যোগফল ___________।

JEE Main 2022 (Online) 29th July Evening Shift Chemistry - Coordination Compounds Question 114 Bengali

Answer
9
21
92.0 g/mol আণবিক ভর সম্পন্ন একটি পলিহাইড্রিক অ্যালকোহলীয় যৌগ 'X' এর 1.84 mg নমুনা প্রমাণ অবস্থায় STPতে 1.344 mL আয়তনের H2 gas দেয়। যৌগ 'X' এ অ্যালকোহলীয় আম্লিক হাইড্রোজেনের সংখ্যা ___________ ।
Answer
6
22

HCN এর সহিত $$( \pm )\mathrm{Ph(C = O)C(OH)(CN)Ph}$$ এর বিক্রিয়ায় গঠিত ত্রিমাত্রিক সমানু (স্টিরিওআইসোমার)-এর সংখ্যা ___________।

[এখানে Ph হইল $$ \equiv {\mathrm{C_6}{H_{{5^ - }}}}$$]

Answer
3