JEE MAIN - Chemistry Bengali (2022 - 28th July Morning Shift - No. 13)
কক্ষ তাপমাত্রায় H2O2 এর সহিত আয়োডাইড আয়নের বিক্রিয়ার গতি পর্যবেক্ষণের জন্য ঃ
(A) সর্বদা সদ্য-প্রস্তুত শ্বেতসার দ্রবণ ব্যবহার করো।
(B) KI দ্রবণের গাঢ়ত্ব অপেক্ষা সোডিয়াম থায়োসালফেটের গাঢ়ত্ব সর্বদা কম রাখ।
(C) নীল রঙের আবির্ভাবের অব্যবহিত পর সময় নথিবদ্ধ করো।
(D) নীল রঙের আবির্ভাবের অব্যবহিত পূর্বে সময় নথিবদ্ধ করো।
(E) KI দ্রবণের গাঢ়ত্ব অপেক্ষা সোডিয়াম থায়োসালফেটের গাঢ়ত্ব সর্বদা বেশী রাখ।
নিম্নে প্রদত্ত বিকল্প গুলি থেকে সঠিক উত্তরটি চয়ন করো ঃ
কেবল (A), (B), (C)
কেবল (A), (D), (E)
কেবল (D), (E)
কেবল (A), (B), (E)
Comments (0)
