JEE MAIN - Chemistry Bengali (2022 - 25th June Evening Shift)

1
প্লাটিনাম ধাতুতে আলোকতড়িৎ প্রভাব দেখাইবার জন্য ফোটোনের ন্যুনতম
প্রয়োজনীয় শক্তির পরিমাণ _
প্রদত্ত : [ প্লাটিনামের জন্য সংকট কম্পাঙ্ক হইল $$1.3 \times {10^{15}}{s^{ - 1}}$$ এবং
$$h = 6.6 \times {10^{ - 34}}\,Js$$.]
Answer
(C)
$$8.58 \times {10^{ - 19}}\,J$$
2
$${25^ \circ }$$C তাপমাত্রা ও 1 atm চাপে বেনজিনের ও অ্যাসিটিলিনের দহন তাপ (এনথালপি)
যথাক্রমে $$ - 3268\,kJ\,mo{l^{ - 1}}$$ এবং $$ - 1300\,kJ\,mo{l^{ - 1}}$$ । নিম্নলিখিত বিক্রিয়ার জন্য তাপ (এনথালপি) -এর পরিবর্তনের মান --- $$3\,{C_2}{H_2}\left( g \right) \to {C_6}{H_6}\left( l \right)$$
Answer
(C)
$$ - 632\,kJ\,mo{l^{ - 1}}$$
3
জলে দ্রাব্য A -এর সংযোজন হয়। দ্রাব্য A -এর 0.7 g পরিমাণ 42.0 g জলে দ্রবীভূত করিলে হিমাঙ্কের অবনমনের মান $${0.2^ \circ }C$$ । জলে দ্রাব্য A -এর শতকরা সংযোজন
__________ ।
প্রদত্ত : দ্রাব্য A -এর মোলীয় ভর = $$93\,g\,mo{l^{ - 1}}$$ । জলের মোলাল অবনমন ধ্রুবকের মান $$1.86\,K\,kg\,mo{l^{ - 1}}$$ ।
Answer
(D)
80%
4
বিসমাথ সালফাইড $$\left( {B{i_2}{S_3}} \right)$$ -এর $${K_{sp}}$$ -এর মান $$1.08 \times {10^{ - 73}}$$ । $$mol\,{L^{ - 1}}$$ এককে 298 K
তাপমাত্রায় $${B{i_2}{S_3}}$$ -এর দ্রাব্যতা হইল :
Answer
(A)
$$1.0 \times {10^{ - 15}}$$
5
Cl, F, Te এবং Po -এর ইলেকট্রন লাভ তাপ (এনথালপি)- এর সঠিক ক্রমটি হল :
Answer
(B)
Po < Te < F < Cl
6
দাবি A : ল্যুইস অ্যাসিড/ক্ষার ধারণা ব্যবহার করে জলের উভধর্মী প্রকৃতি ব্যাখ্যা
করা হয় ৷
যুক্তি R : $${\rm{N}}{{\rm{H}}_3}$$ –এর সহিত জল একটি অ্যাসিডের ন্যায় কার্য করে এবং $${{\rm{H}}_2}{\rm{S}}$$- এর
সহিত জল একটি ক্ষারের ন্যায় কার্য করে।
উপরের বিবৃতিগুলির আলোকে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি চয়ন কর।
Answer
(D)
A ভুল, কিন্তু R ঠিক।
7
নিম্নলিখিত জোড়গুলির বিজারণ বিভবের সঠিক ক্রম হইল :
A. $$C{l_2}/C{l^ - }$$
B. $${I_2}/{I^ - }$$
C. $$A{g^ + }/Ag$$
D. $$N{a^ + }/Na$$
E. $$L{i^ + }/Li$$

নিম্নে প্রদত্ত বিকল্পগুলি হইতে সঠিক বিকল্পটি চিহ্নিত কর :
Answer
(A)
A > C > B > D > E
8
সর্বনিম্ন মানের ঘুরনন-মাত্র চুম্বকীয় ভ্রামক বিশিষ্ট ধাতব আয়নটি হইল,
Answer
(B)
$${Ni^{2 + }}$$
9
নিম্নে দুটি বিবৃতি প্রদত্ত : একটি দাবি A এবং অন্যটি যুক্তি R রূপে চিহ্নিত।
দাবি A : একটি মিশ্রণে বেনজয়িক অ্যাসিড ও ন্যাপথালিন আছে। বেঞ্জিনে ব্যবহার
করে ইহা হইতে বিশুদ্ধ বেনজিয়িক অ্যাসিড আলাদা করা যেতে পারে।
যুক্তি R : বেনজিয়িক অ্যাসিড গরম জলে দ্রাব্য।
সঠিক বিকল্পটি চিহ্নিত কর :
Answer
(D)
A ভুল, কিন্তু R ঠিক।
10
হ্যালোজন পরীক্ষার সময় , সোডিয়াম - গলন - নির্যাসকে গাঢ় $$HN{O_3}$$ -এর সহিত
ফুটানোর উদ্দেশ্য :
Answer
(B)
সোডিয়ামের সায়ানাইড অথবা সালফাইড যৌগের বিয়োজন
11
নিম্নে প্রদত্ত যৌগগুলির মধ্যে উপরোক্ত বিক্রিয়ার প্রধান উৎপাদটি হইল

JEE Main 2022 (Online) 25th June Evening Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 91 Bengali
Answer
(A)
JEE Main 2022 (Online) 25th June Evening Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 91 Bengali Option 1
12
নিম্নলিখিত বিক্রিয়ায়

JEE Main 2022 (Online) 25th June Evening Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 78 Bengali
মিথাইল বেনজোয়েট
'A' হতে পারে
Answer
(B)
ব্রোমো বেনজিন
13
নিচের কোন বিক্রিয়া-শর্ত অথবা বিক্রিয়া-ক্রম প্রধান উৎপাদ রূপে অ্যাসিটোফেনল দেবে না।
Answer
(C)
JEE Main 2022 (Online) 25th June Evening Shift Chemistry - Aldehydes, Ketones and Carboxylic Acids Question 94 Bengali Option 3
14
নিম্নলিখিত বিক্রিয়ায় উৎপন্ন প্রধান উৎপাদটি

JEE Main 2022 (Online) 25th June Evening Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 77 Bengali
Answer
(D)
JEE Main 2022 (Online) 25th June Evening Shift Chemistry - Alcohols, Phenols and Ethers Question 77 Bengali Option 4
15
দ্বিতীয়ক (সেকেন্ডারি) অ্যামিনের সঙ্গে বিক্রিয়ায় নিচের কোন কিটোনটি ইন-অ্যামিন বা ইনামিন দেবে না। [ যেখানে t-Bu হইল $$ - C{\left( {C{H_3}} \right)_3}]$$
Answer
(C)
JEE Main 2022 (Online) 25th June Evening Shift Chemistry - Compounds Containing Nitrogen Question 92 Bengali Option 3
16
একটি প্রোটিন 'A'-তে গ্লাইসিন (আণবিক ওজন 75 )- এর পরিমাণ 0.30% । প্রোটিন 'A'- এর সর্বাপেক্ষা বেশী আণবিক ওজন __________$$ \times {10^3}\,g\,mo{l^{ - 1}}$$। [ নিকটতম পূর্ণসংখ্যা ]
Answer
25
17
$$Be{F_2},{\rm{ }}B{F_3},{\rm{ }}{H_2}O,{\rm{ }}N{H_3},{\rm{ }}CC{l_4}$$ এবং $$HCl$$ -এর মধ্যে চূড়ান্ত (মূল্যহীন) দ্বিমেরু ভ্রামক সম্পন্ন অণুর সংখ্যা _________ ।
Answer
3
18
প্রারম্ভিক চাপ 55.5 kPa সম্পন্ন একটি গ্যাসীয় যৌগের নমুনার 345 K তাপমাত্রায়
অর্ধায়ুকাল 340 s । যখন গ্যাসীয় চাপ 27.8 kPa, অর্ধায়ুকাল হইল 170 s । বিক্রিয়াটির
ক্রম _________ . [ নিকটতম পূর্ণসংখ্যা ]
Answer
0
19
1.5 A পরিমাণ তড়িৎ সহয়োগে 'x' মিনিট ধরে তড়িৎ বিশ্লেষণে $$F{e_2}{\left( {S{O_4}} \right)_3}$$ এর একটি দ্রবণ হইতে 0.3482 g পরিমাণের Fe -এর অবক্ষেপ পাওয়া যায়।
x -এর মান __________ . [ নিকটতম পূর্ণসংখ্যা ]
[প্রদত্ত আছে : $$1\,F{\rm{ }} = {\rm{ }}96500\,C\,mo{l^{ - 1}}\,;\,Fe$$ এর পারমাণবিক ভর = $$56g\,mo{l^{ - 1}}$$ ]
Answer
20
20
$$FeC{l_3}.3{H_2}O,\,{K_3}\left[ {Fe{{\left( {CN} \right)}_6}} \right]$$ এবং $$\left[ {Co{{\left( {N{H_3}} \right)}_6}} \right]C{l_3}$$, ইহাদের মধ্যে যে অন্তর-কক্ষক
[ইনার-অরবাইটাল] জটিল যৌগ নূন্যতম তরঙ্গদৈর্ঘ্যর আলোক শোষণ করে তাহার
ঘুরনন-মাত্রা চুম্বকীয় ভ্রামকের মান ___________ B.M. [ নিকটতম পূর্ণসংখ্যা ]
Answer
2
21
গ্লাইসিন, গ্লাইসাইল অ্যালানিন, ট্রাইপেপটাইড, ইউরিয়া-প্রদত্ত এই যৌগগুলির
কতগুলি বাই-ইউরেট পরীক্ষা দেবে ?
Answer
2
22
0.1M অ্যাসিড 'A' -এর 10 mL পরিমাণ, 0.05 M ক্ষার $$M{\left( {OH} \right)_2}$$ -এর 30 mL পরিমাণের সঙ্গে বিক্রিয়ায় প্রশমন ঘটে।
অ্যাসিড 'A' -এর ক্ষারত্ব __________ . [ $$M{\left( {OH} \right)_2}$$ -তে $$M$$ হইল একটি ধাতু ]
Answer
3