JEE MAIN - Chemistry Bengali (2022 - 24th June Evening Shift)
1
কেবলমাত্র কার্বন ও হাইড্রোজেন সম্বলিত একটি জৈব যৌগের 120 g পরিমাণের সম্পূর্ণ দহনে 330g $$C{O_2}$$ এবং 270 g জল পাওয়া যায়। কার্বন ও হাইড্রোজেনের শতাংশ যথাক্রমে,
Answer
(D)
75 এবং 25
2
300 nm তরঙ্গ দৈর্ঘ্যর বিকিরণের এক মোল ফোটনের শক্তি হল :
একটি প্রথম ক্রমের বিক্রিয়ার 90% সম্পূর্ণ হবার জন্য প্রয়োজনীয় সময়, ওই বিক্রিয়ার অর্ধায়ুকালের 'x' গুনীতক ।
'x' -এর মান হল -
(প্রদত্ত : ln 10 = 2.303 and log 2 = 0.3010)
Answer
(C)
3.32
6
ধাতু সাধারনত অনেক উচ্চ তাপমাত্রায় গলে। নিম্নে প্রদত্ত ধাতু গুলির মধ্যে উচ্চতম গলনাঙ্ক বিশিষ্ট ধাতুটি হল :
একটি লবন-মিশ্রণের শিখা পরীক্ষায় নীলরঙের কেন্দ্রবিশিষ্ট সবুজ শিখা পাওয়া গেল। নিম্নলিখিত কোন ক্যাটায়নটি ওই মিশ্রণে উপস্থিত থাকতে পারে,
Answer
(A)
$$C{u^{2 + }}$$
15
একটি সংস্থা 1 litre জলে 298 K তাপমাত্রায় 'x' পরিমাণ $$C{O_2}$$ দ্রবীভূত করে সোডাজল তৈরি করে।
$$X = \_\_\_\_\_\_\, \times \,{10^{ - 3}}g$$.
[ প্রদত্ত : 298 K তাপমাত্রায় $$C{O_2}$$ -এর অংশ চাপ = 0.835 bar.
298 K তাপমাত্রায় $$C{O_2}$$ -এর হেনরি সূত্র ধ্রুবক = 1.67 kbar
H, C এবং O-এর পারমাণবিক ভর যথাক্রমে 1, 12 এবং $$6\,g\,mo{l^{ - 1}}$$ ]
Answer
1221
16
$$PC{l_5}$$ -এর বিয়োজন বিক্রিয়া $$PC{l_5}(g)⇌ PC{l_3}(g) + C{l_2}(g)$$
200 litre আয়তনের একটি পাত্রে 600 K তাপমাত্রায় 2 মোল $${N_2}$$ -এর সাথে 5 মোল $$PC{l_5}$$ রাখা হল। ইহার সাম্যবস্থা চাপ 2.46 atm. এই পাত্রে $$PC{l_5}$$ বিয়োজন বিক্রিয়ার সাম্য ধ্রুবক $${K_p}$$ -এর মান _________$$ \times {10^{ - 3}}$$.
[ প্রদত্ত : R = 0.082 L atm $${K^{ - 1}}\,mo{l^{ - 1}}$$ ; Assume ideal gas behaviour ]
Answer
1107
17
0.01 M KCl দ্রবণ আছে এমন একটি পরিবাহিতা কোষের 298 K তাপমাত্রায় রোধ $$1750\,\Omega $$ । যদি ওই কোষের পরিবাহিতা $$0.152 \times {10^{ - 3}}\,S\,c{m^{ - 1}}$$ হয়, তবে এই পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক হবে ________ $$ \times {10^{ - 3}}c{m^{ - 1}}$$.
Answer
266
18
আম্লিক দ্রবণে ম্যাঙ্গানিজ (VI) অসমানুপাতী বিক্রিয়ায় সক্ষম। আম্লিক দ্রবণে গঠিত দুইটি আয়নের জারণ দশার পার্থক্য ________।
Answer
3
19
ডুমা পদ্ধতিতে একটি জৈব যৌগের 0.2 g পরিমানের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ নির্ধারণ করা হল, ইহাতে উদ্ভূত $${N_2}$$ -এর আয়তন 22.400 mL (NTP অবস্থায়)।
যৌগটিতে নাইট্রোজেনের শতাংশ _________ । [ নিকটতম পূর্ণসংখ্যা ]
[ প্রদত্ত : $${N_2}$$ -এর মৌলীয় ভর $$28\,g\,mo{l^{ - 1}}$$, Molar volume of $${N_2}$$ at STP : 22.4L ]
Answer
14
20
উপরের বিক্রিয়াটি বিবেচনা কর। উৎপাদ 'P' -তে বর্তমান $$\pi $$ ইলেকট্রনের সংখ্যা ________ ।
Answer
2
21
অ্যালানিল গ্লাইসল ল্যুসাইল অ্যালানিল ভ্যালাইনে পেপটাইড বন্ধনের সংখ্যা _______ ।